India vs West Indies 2023: বিরাট নজিরের সামনে ওয়েস্ট ইন্ডিজ, ঈশান-যশস্বী ধন্দে ভারত

IND vs WI 2023, 3rd T20I Preview: ভারতের কাছে সিরিজ জিইয়ে রাখার ম্যাচ। ধন্দ কম্বিনেশন নিয়ে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া গত দুটি হারের পর স্বীকার করে নিয়েছেন, ব্যাটিংয়েই ভরাডুবি হয়েছে। তাহলে কি যশস্বীকে খেলানো হবে? কিন্তু কার জায়গায়!

India vs West Indies 2023: বিরাট নজিরের সামনে ওয়েস্ট ইন্ডিজ, ঈশান-যশস্বী ধন্দে ভারত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 10:00 AM

টি-টোয়েন্টি ক্রিকেটে দু-বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এ বার ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নেই ওয়েস্ট ইন্ডিজ। সেই হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজের নজর সামনে। টেস্ট ও ওডিআই সিরিজে ভারতের কাছে হারে আরও ধাক্ক খেয়েছিল ক্যারিবিয়ান শিবির। তবে শক্তিশালী ভারতের কাছে সেই হার যেন প্রত্যাশিত ছিল। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট আলাদা। ব়্যাঙ্কিংয়ে কে কত নম্বরে রয়েছে, কোন দল কত শক্তিশালী কিচ্ছু যায় আসে না। যে যেদিন ভালো খেলবে, ম্যাচ তার। প্রথম দু-ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সেটাই করে দেখিয়েছে। আপাতত বিরাট নজিরের সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডজ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দু-ম্যাচ জিতে ২-০ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি জয়ের নজির গড়েছে তারা। এ বার সিরিজ জেতার সুযোগ। আজ ভারতের হারের হ্যাটট্রিক মানেই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়। আরও একটা নজিরের সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। ২০১৭ সালের পর তারা কখনও পরপর দুটি সিরিজ জেতেনি। এ বার সেই সুযোগ এসেছে। যা হয়তো আজও হয়ে যেতে পারে।

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ভারতীয় দলের নজর সেই বিশ্বকাপের প্রস্তুতিতেই। সে কারণেই একঝাঁক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। এখনও অবধি পরীক্ষা ব্যর্থ। গত দু-ম্যাচেই ফ্লপ ব্যাটিং। প্রশ্ন উঠছে, লোয়ার অর্ডার দীর্ঘ হওয়ায়। গত দু-ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপে একজনই কিছুটা ভরসা দিয়েছেন। তিনি হলেন তিলক ভার্মা। অভিষেক ম্যাচে করেছিলেন ৩৯, গত ম্যাচে অর্ধশতরান।

প্রথম ম্যাচে হারের পরই অনুমান করা হয়েছিল, ব্যাটিং শক্তি বাড়াতে সুযোগ দেওয়া হতে পারে যশস্বী জয়সওয়ালকে। গত ম্যাচে একটি পরিবর্তন হলেও যশস্বীকে খেলানো হয়নি। বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপের চোট থাকায় পরিবর্ত হিসে একাদশে এসেছিলেন ডান হাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোই। এই পরিকল্পনা কাজে দেয়নি। টেস্ট এবং ওডিআইতে নজর কাড়লেও টি-টোয়েন্টি সিরিজে গত দু-ম্যাচে ভরসা দিতে ব্যর্থ ঈশান কিষাণ। তাঁর জায়গায় যশস্বীকে ভাবা হচ্ছে। সেক্ষেত্রে এই ফরম্যাটে অভিষেক হবে যশস্বীর। গত দু-ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কোনও এক রিস্ট স্পিনারকে বসিয়ে যশস্বীকে খেলানো হতে পারে। তাতে আবার বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়বে।

ভারতের কাছে সিরিজ জিইয়ে রাখার ম্যাচ। ধন্দ কম্বিনেশন নিয়ে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া গত দুটি হারের পর স্বীকার করে নিয়েছেন, ব্যাটিংয়েই ভরাডুবি হয়েছে। তাহলে কি যশস্বীকে খেলানো হবে? কিন্তু কার জায়গায়!

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাত ৮টা, দূরদর্শন ও ফ্যানকোডে সরাসরি