T20 World Cup 2022: বিরাট মন্ত্রে সফল রাহুল, অনবদ্য বোলিং-ফিল্ডিং, রুদ্ধশ্বাস জয়ে শীর্ষে ভারত
Team India: বৃষ্টি বিরতির পর দ্বিতীয় বলেই ডিরেক্ট থ্রোয়ে বিপজ্জনক লিটন দাসকে ফেরালেন লোকেশ রাহুল। ২৭ বলে ৬০ রানে আউট লিটন। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল রাহুলের এই থ্রো।
অ্যাডিলেড : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্বে ভারত-বাংলাদেশ। লোকেশ রাহুল, বিরাট কোহলির (Virat Kohli) অর্ধশতরানে বোর্ডে বড় রান ভারতের। অস্ট্রেলিয়ার বড় মাঠে ১৮৫ রান তাড়া করা সহজ নয়। বাংলাদেশকে অনবদ্য শুরু দিলেন ওপেনার লিটন দাস। তাঁর সৌজন্যে ৭ ওভার শেষে বিনা উইকেটে ৬৬ রান তোলে বাংলাদেশ। বৃষ্টির আশঙ্কা ছিলই। বাংলাদেশ ইনিংসে ৭ ওভার শেষেই বৃষ্টি। সে সময় ডিএলএসে বাংলাদেশ ১৭ রানে এগিয়ে ছিল। বৃষ্টি এবং লিটনে অ্যাডভান্টেজ বাংলাদেশ। তারপর? ম্যাচের বিশ্লেষণে TV9Bangla।
বৃষ্টিতে ওভার কমে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫১। অর্থাৎ বাকি ৯ ওভারে ৮৫ রানের প্রয়োজন ছিল। বৃষ্টি বিরতির পর দ্বিতীয় বলেই ডিরেক্ট থ্রোয়ে বিপজ্জনক লিটন দাসকে ফেরালেন লোকেশ রাহুল। ২৭ বলে ৬০ রানে আউট লিটন। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল রাহুলের এই থ্রো। শেষ ৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫২ রান। দ্বাদশ ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশের রাস্তা কঠিন করেন অর্শদীপ সিং। পরের ওভারে জোড়া উইকেট হার্দিকেরও। শেষ ২ ওভারে ৩১ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। হাতে ৪ উইকেট। শেষ ওভারেও রুদ্ধশ্বাস পরিস্থিতি। ২০ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। শেষ অবধি ৫ রানের (ডিএলএসে) রুদ্ধশ্বাস জয় ভারতের।
ভারত ১৮৪-৬ (২০ ওভার)
বাংলাদেশ ১৪৫-৬ (১৬ ওভার)
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা। বিশ্বকাপের মঞ্চে আরও বেশি। অ্যাডিলেডের গ্যালারিতেও সেই উন্মাদনাই ধরা পড়ল। অস্ট্রেলিয়ার যে খানেই ম্যাচ খেলুক ভারত, গ্যালারি দখলেই থাকে। অ্যাডিলেডে বাংলাদেশেরও প্রচুর সমর্থক। দু-দলের ক্রিকেটারদের কাছে সমর্থনের অভাব হল না। ম্যাচের আগের দিন নিজেদের ‘আন্ডারডগ’ বর্ণনা করেছিলেন বাংলদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের পরিবর্তে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে সাকিব পরিষ্কার বার্তা দেন, অলআউট আক্রমণেই ঝাঁপাবে বাংলাদেশ। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারের সমস্যা নতুন নয়। সেই থেকেই হয়তো এমন ভাবনা বাংলাদেশ অধিনায়কের।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। তার কারণ বৃষ্টি। পরে ব্যাট করলে লক্ষ্য বুঝে এগনো যাবে। ভারতের লক্ষ্য ছিল বোর্ডে বড় রান তুলে বাংলাদেশকে চাপে ফেলা। প্রথমটা হল, দ্বিতীয়টা পুরোপুরি নয়। ভারতের ইনিংসের শুরুও ভাল হয়নি। রোহিত শর্মার ক্যাচ ফসকান হাসান মাহমুদ। রোহিত ১ রানে ছিলেন। বোলিংয়ে এসে সেই হাসান মাহমুদই ফেরালেন রোহিতকে। মাত্র ২ রানেই প্যাভিলিয়নে রোহিত। ফর্ম হাতরে বেড়াচ্ছিলেন আরেক ওপেনার লোকেশ রাহুল। অ্যাডিলেডে নেট সেশনে বিরাট কোহলি তাঁকে নানা পরামর্শ দেন। বিরাটের ক্লাশ কাজে লাগালেন রাহুল। মাত্র ৩১ বলে অর্ধশতরান করেন তিনি।
ভারতের মিডল অর্ডার অবশ্য সে ভাবে ভরসা দিতে পারল না। অ্যাডিলেডে ভারতীয় ব্যাটিংয়ে আবারও নায়ক বিরাট কোহলিই। এই ম্যাচে বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার হিসেবে নেমেছিলেন সূর্যকুমার যাদব। এ দিন ফিরলেন ১৬ বলে ৩০ রানে। শেষ অবধি ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক হলেন বিরাট কোহলি। এ দিন অপরাজিত থাকলেন ৪৪ বলে ৬৪ রানে। এ বারের বিশ্বকাপে তৃতীয় অর্ধশতরান এবং অপরাজিত ইনিংস। ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন বিরাট।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৮৪ (বিরাট কোহলি ৬৪*, সূর্যকুমার যাদব ৩০)। বাংলাদেশ ১৪৫ (লিটন দাস ৬০, হার্দিক পান্ডিয়া ২-২৮, অর্শদীপ সিং ২-৩৮)। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ৫ রানে জয়ী।