সিডনিতে স্মিথের শতরান,অস্ট্রেলিয়া ৩৩৮ রানে অল আউট

ভারতের বিরুদ্ধে স্মিথের অষ্টম শতরান।

সিডনিতে স্মিথের শতরান,অস্ট্রেলিয়া ৩৩৮ রানে অল আউট
সিডনিতে স্মিথের শতরান। ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া।
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 10:27 AM

সিডনি: ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ। সিডনিতে দুরন্ত শতরান পেলেন অসি ব্যাটসম্যান। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের পর শতরান এল স্মিথের ব্যাট থেকে। ১৩১ রানে ঝকঝকে ইনিংস উপহার দিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। জাদেজার দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরতে হয় তাঁকে। স্মিথের আউটের সঙ্গেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩৮ রানে।

তৃতীয় উইকেটে ১০০ রান যোগ করেন লাবুসানে আর স্মিথ। মাত্র ৯ রানের জন্য শতরান পাননি লাবুসানে। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানকে ফেরান জাদেজা। অস্ট্রেলিয়া ইনিংস একা টানেন স্মিথ। টেস্ট কেরিয়ারে নিজের ২৭তম শতরান পান তিনি। ভারতের বিরুদ্ধে ২৫ ইনিংসে স্মিথের অষ্টম শতরান।শেষ দিকে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিচেল স্টার্ক। তবে ফের ব্যর্থ অধিনায়ক পেইন। রান পাননি গ্রীনও। শেষপর্যন্ত ৩৩৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

আরও পড়ুন:রেফারিংয়ে অসন্তুষ্ট ইস্টবেঙ্গল চিঠি পাঠাল ফেডারেশনকে

ভারতের হয়ে ৬২ রানে ৪ উইকেট পান রবীন্দ্র জাদেজা। দুটো করে উইকেট পান বুমরা আর সিডনিতে টেস্ট অভিষেক হওয়া নভদীপ সাইনি। চা পানের বিরতি পর্যন্ত ভারতের স্কোর বিনা উইকেটে ২৬। ক্রিজে রয়েছেন রোহিত-শুভমন।