T20 World Cup 2022: ভারতীয় শিবিরের পাখির চোখ জয় এবং সেমিফাইনাল
Melbourne: অভিজ্ঞ সদস্য রবিচন্দ্রন অশ্বিনও বলেন, 'আমাদের যতটা সম্ভব ভাল খেলতে হবে। কোনও প্রতিপক্ষই সহজ নয়। এখনও মাঠে নামা বাকি, ভাল ব্যাটিং-বোলিং এবং জয় বাকি। আমরা জানি, এই ম্যাচ আমাদের কাছে মরণ বাঁচন।'
মেলবোর্ন : এই মেলবোর্নেই (Melbourne) মহাকাব্যিক একটা ম্যাচে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু করেছিল ভারত। আজ আরও এক বার মেলবোর্নে নামছে ভারত (Team India)। প্রতিপক্ষ জিম্বাবোয়ে। প্রতিপক্ষর নাম দেখে এতটাও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। কেন না, ভারতীয় দল মাঠে নামার আগে অ্যাডিলেডে রয়েছে অঙ্কের খেলা। সেই খেলায় পড়তে না হলে, ভারতের কাছে সহজ পথ, জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়। এতেই সেমিফাইনাল নিশ্চিত হবে। মাঠে নামার আগেই অবশ্য ভারতের কাছে চিত্র অনেকটা পরিষ্কার হয়ে যাবে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে অন্য দলের চেয়ে, নিজেদের দিকেই বেশি ফোকাস থাকা ভাল। সেমিফাইনালের জন্য ভারতের কী প্রয়োজন, প্রিভিউ তুলে ধরল TV9Bangla।
গ্রুপ পর্বে প্রথম চার ম্যাচের মধ্য়ে তিনটি জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবলে শীর্ষস্থানে রয়েছে ভারত। তারপরও সেমিফাইনাল নিশ্চিত নয়। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ৫। দিনের প্রথম ম্যাচে নামছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে ৭ পয়েন্ট এবং সেমিফাইনাল নিশ্চিত হবে প্রোটিয়াদের। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে যেই জিতুক ৬ পয়েন্ট হবে। পাকিস্তান জিতলে নেট রান রেটে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। আরব আমির শাহিতে গত বিশ্বকাপে সেমিফাইনালে যেতে ব্যর্থ ভারত। পুনরাবৃত্তি না চাইলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। প্রথম দু-ম্যাচে কী হচ্ছে সে দিকে নজর না দেওয়াই শ্রেয়। জিতলে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত।
জিম্বাবোয়ে এ বারের বিশ্বকাপের অন্যতম কঠিন প্রতিপক্ষ। কাগজ কলম যাই বলুক, প্রতিটি দলকেই বেগ দিয়েছে তারা। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। গত প্রায় এক বছর ধারাবাহিক ভাল খেলছে জিম্বাবোয়ে। ভারত তিন ম্যাচ জিতলেও টিম গেম চোখে পড়েনি এখনও। মেলবোর্নে বিরাট কোহলির মাস্টারক্লাসে পাকিস্তানের বিরুদ্ধে জয়। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অল্পের জন্য হার বাঁচিয়েছে। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনওরকম ভুল-চুক, ভারতীয় শিবিরে বিপর্যয় আনতে পারে। সাংবাদিক সম্মেলনে দলের অভিজ্ঞ সদস্য রবিচন্দ্রন অশ্বিনও বলেন, ‘আমাদের যতটা সম্ভব ভাল খেলতে হবে। কোনও প্রতিপক্ষই সহজ নয়। এখনও মাঠে নামা বাকি, ভাল ব্যাটিং-বোলিং এবং জয় বাকি। আমরা জানি, এই ম্যাচ আমাদের কাছে মরণ বাঁচন।’
ভারত-জিম্বাবোয়ে, দুপুর ১.৩০