India vs England: মহাভুল অশ্বিনের, ব্যাটিংয়ে নামার আগেই ইংল্যান্ডের খাতায় জুড়ল ৫ রান

Ravichandran Ashwin: রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ডের (India vs England) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সেখানে এক নিয়ম ভেঙেছেন টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এ বার তার খেসারত দিতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। অশ্বিনের একটা ভুলের কারণে ভারতের ইনিংসের মাঝপথেই ইংল্যান্ডের খাতায় জুড়ল ৫ রান।

India vs England: মহাভুল অশ্বিনের, ব্যাটিংয়ে নামার আগেই ইংল্যান্ডের খাতায় জুড়ল ৫ রান
India vs England: মহাভুল অশ্বিনের, ব্যাটিংয়ে নামার আগেই ইংল্যান্ডের খাতায় জুড়ল ৫ রান
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 11:59 AM

কলকাতা: নিয়ম সকলের জন্যই সমান। রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ডের (India vs England) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সেখানে এক নিয়ম ভেঙেছেন টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এ বার তার খেসারত দিতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। অশ্বিনের একটা ভুলের কারণে ভারতের ইনিংসের মাঝপথেই ইংল্যান্ডের খাতায় জুড়ল ৫ রান। কী এমন করলেন অশ্বিন, যে কারণে বেন স্টোকসরা ব্যাটিংয়ে নামার আগেই পেয়ে গেলেন ৫ রান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ১১২ রান করে মাঠ ছাড়েন রবীন্দ্র জাডেজা। জো রুট ফেরান জাড্ডুকে। তারপর ৪ রান করে ফেরেন কুলদীপ যাদব। এরপর অভিষেক টেস্ট খেলতে নামা ধ্রুব জুরেল ও রবিচন্দ্রন অশ্বিন জুটি ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকে। দ্বিতী দিনের প্রথম সেশনে এরপর ঘটে সেই ঘটনা, যে কারণে ইংল্যান্ডের খাতায় ব্যাটিংয়ে নামার আগেই ৫ রান জুড়ল।

ভারতের প্রথম ইনিংস চলাকালীন ১০২ ওভারে রেহান আহমেদ বল করার সময় ঘটনাটি ঘটে। ইংল্যান্ডের স্পিনারের ডেলিভারি কভারের দিকে পাঠিয়ে রান নিতে যান অশ্বিন। ওই সময় ধ্রুব জুরেল তাঁকে ফিরে যেতে ইশারা করেন। সেই সময় অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান। ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন এরপরই কথা বলেন অশ্বিনের সঙ্গে। এবং তিনি ৫ রান পেনাল্টি দেওয়ার কথা জানান। এই পেনাল্টির জন্য ভারতের কোনও রান কাটা যাবে না। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামবে তখন তাদের স্কোরবোর্ড থাকবে ৫/০। এর আগে রবীন্দ্র জাডেজাকেও ঠিক একই কারণে সতর্ক করা হয়েছিল। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তিনি তৃতীয় টেস্টের প্রথম দিন একই কাজ করেছিলেন। এ বার অশ্বিনও একই ভুল করায় ভারতের পেনাল্টি হল।

অশ্বিন আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হননি। তিনি আম্পায়ারকে বার বার বোঝাতে থাকেন বিষয়টা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। উল্লেখ্য, লাঞ্চ বিরতি অবধি ৭ উইকেট হারিয়ে ৩৮৮ রান তুলেছে ভারত। ৩১ রানে অপরাজিত ধ্রুব জুরেল এবং ২৫ রানে নট আউট রবিচন্দ্রন অশ্বিন।