India-South Africa T 20 Series: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ‘অদৃশ্য’ বলয়

মানসিকভাবে অনেক ভালো জায়গায় থাকতে পারবেন ক্রিকেটাররা। তেমনই কিছুটা আশঙ্কার জায়গাও থাকছে। দেশে নতুন করে কোভিডে মৃত্যু হয়েছে। আক্রান্তও হয়েছেন অনেকে।

India-South Africa T 20 Series: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে 'অদৃশ্য' বলয়
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। (ফাইল ছবি)Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 8:22 PM

নয়াদিল্লি: দীর্ঘ দু’বছর পর ভারতীয় ক্রিকেটে থাকছে না জৈব সুরক্ষা বলয় (Bio Bubble)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত (India)। এই সিরিজে থাকছে না কড়া জৈব সুরক্ষা বলয়। তবে ‘অদৃশ্য’ বলয় থাকছে বলা যায়। সিরিজ শুরু হচ্ছে ৯ জুন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ। বাকি ম্যাচগুলি হল ১২ জুন (কটক), ১৪ জুন (বিশাখাপত্তনম), ১৭ জুন (রাজকোট), ১৯ জুন (বেঙ্গালুরু)। এই সিরিজের আগে আইপিএল হয়েছে। সেখানে জৈব সুরক্ষা বলয় ছিল। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারকে তিনদিনের কোয়ারান্টাইনে থাকতে হয়েছে। শুরুতে কোভিড পরীক্ষার পাশাপাশি নিয়মিত র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে কোয়ারান্টাইন নিয়ম নেই। ভারতীয় দলের সদস্যরা প্রথম ম্যাচের ভেন্যু অর্থাৎ দিল্লিতে রবিবার একত্রিত হবেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দিল্লিতে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে।

রাজধানীতে পৌঁছানোর পর সকলের কোভিড পরীক্ষা হয়েছে। এরপরই অনুশীলনের অনুমতি মিলেছে। ভারতীয় দল পৌঁছনোর পরও একই পদ্ধতি কার্যকর হবে। কড়া কোভিড বিধি না থাকলেও সকলকে কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছে। ঝুঁকি এড়াতে দর্শকদের জন্যও কিছু বিধিনিষেধ জারি হয়েছে। কোনও জমায়েত করা যাবে না। আইপিএলে শুরুর দিকে অল্প সংখ্যক দর্শক অনুমতি ছিল। পরের দিকে একশো শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন হয়।

আইপিএলে জৈব সুরক্ষা বলয় থাকলেও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ কোভিড আক্রান্ত হয়েছিলেন। দিল্লির হেড কোচ রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় পন্টিংকে আইসোলেশনে থাকতে হয়। দক্ষিণ আফ্রিকা সিরিজে জৈব বলয় না থাকায় একদিকে ক্রিকেটারদের কাছে স্বস্তির। কড়া বিধি মানতে হবে না তাদের। মানসিকভাবে অনেক ভালো জায়গায় থাকতে পারবেন। তেমনই কিছুটা আশঙ্কার জায়গাও থাকছে। দেশে নতুন করে কোভিডে মৃত্যু হয়েছে। আক্রান্তও হয়েছেন অনেকে।

ভারতের স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, দীপক হুদা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুযবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্খিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, মার্কো জানসেন।