অস্ট্রেলিয়ার সামেন ৩০৩ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া
ষষ্ঠ উইকেটে ১৫০ রানের পার্টনারশিপ জাদেজা-পাণ্ডিয়ার।
TV9 বাংলা ডিজিটাল: শেষ একদিনের ম্যাচ। তবে ভারতের (India) কাছে সম্মান রক্ষার লড়াই। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার (Australia) সামনে ৩০৩ (303)রানের লক্ষ্য রাখল বিরাটের (Virat Kohli) দল। সৌজন্যে হার্দিক ও জাদেজার দুরন্ত পার্টনারশিপ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কোহলি। মায়াঙ্ক আগরওয়ালের বদলে এদিন মাঠে নামেন শুভমান গিল। অভিষেক হয় টি নটরাজনের। শিখর তাড়াতাড়ি ফিরে গেলেও দলের ইনিংসের হাল ধরেন শুভমান ও অধিনায়ক কোহলি। ৩৩ রান করেন শুভমান। ৬৬ রান আসে কোহলির ব্যাট থেকে।
Fifties from Hardik Pandya, Virat Kohli and Ravindra Jadeja guide #TeamIndia to 302/5 in the third ODI against Australia.
Follow the match ? https://t.co/VO9QlU3cB6 pic.twitter.com/ezJWMEsU3M
— BCCI (@BCCI) December 2, 2020
এরপর কিছুটা কাঁপুনি ধরে মিডল অর্ডারে। অস্ট্রেলিয়ার বোলিংয়ে এদিন তেমন ঝাঁঝ না থাকলেও শ্রেয়স ও রাহুল রান পাননি। তবে ছন্দে থাকা হার্দিক ও জাদেজার ব্যাটে ভর করে ৩০০ রানের গন্ডি পার করে ভারত। ষষ্ঠ উইকেটে ১৫০ রানের জমজমাট পার্টনারশিপ হয় দুজনের। ৭৬ বলে ৯২ রানে নট আউট থাকেন হার্দিক। ৫৫ বলে ৬৬ নটআউট জাদেজা। শেষ ৫ ওভারে ৭৬ রান আসে দুজনের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার ব্যাটিং যে ছন্দে রয়েছে তাতে ভারতীয় বোলারদের কাছে কাজটা খুব একটা সহজ হবে না। প্রথম দুটি একদিনের ম্যাচে প্রায় ৪০০ কাছাকাছি রান করেছিল অস্ট্রেলিয়া। তাই টিম ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ হওয়া আটকানো এখন বোলারদের ওপর। তারা ছন্দে ফিরতে পারলে, কিছুটা ফ্রন্টফুটে আসতে পারবে কোহলির দল।