India vs Australia, 4th Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন BGT-তে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ
IND vs AUS, 4th Test, BGT 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আগামী কাল থেকে শুরু বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট।
আমেদাবাদ: রাত পোহালেই শুরু বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) চতুর্থ টেস্ট। নাগপুর ও দিল্লি টেস্টে জয়ের পর ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে হেরে বসেছে ভারত। ইন্দোরে রোহিত শর্মাদের হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। হারের ধাক্কা সামলে সামনে আরও একটা নতুন টেস্ট। সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পা রাখতে হলে আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট জেতা খুব প্রয়োজন ভারতের। নয়তো অন্যান্য টিমের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে ৪ ম্যাচের BGT ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আমেদাবাদে জিতলেই সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। মায়ের অসুস্থতার কারণে তৃতীয় টেস্টের আগেই দেশে ফিরে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে তৃতীয় টেস্টে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। আমেদাবাদেও খেলতে পারবেন না কামিন্স। ফলে পরপর দুটি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ভারতীয় দলে একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিষেক হতে পারে ঈশান কিষাণের। মহম্মদ সিরাজের পরিবর্তে আমেদাবাদে হয়তো খেলবেন মহম্মদ সামি। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি কবে হবে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি হবে আগামী কাল (৯ মার্চ), বৃহস্পতিবার।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি কোথায় হবে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি রয়েছে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ম্যাচের আগে ৯ টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।