রাহানেদের কাছে একটা আশ্চর্য দিন চাইছি

সিডনি টেস্টে চতুর্থ দিনের খেলা নিয়ে TV9 বাংলা ডিজিটালে শরদিন্দু মুখোপাধ্যায়ের কলম।

রাহানেদের কাছে একটা আশ্চর্য দিন চাইছি
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 5:55 PM

শরদিন্দু মুখোপাধ্যায়

অস্ট্রেলিয়া ৩৩৮ ও ৩১২-৬ (ডি) ভারত ২৪৪ ও ৯৮-২

টি ব্রেকের সময় অস্ট্রেলিয়া যখন ৩১২-৬ তুলে ডিক্লেয়ার করে দিল, তখনই মনে হয়েছিল ম্যাচটা আরও কঠিন হয়ে গেল ভারতের জন্য। রবিবার শেষ বেলায় ব্যাটিং, তার পরও হাতে একটা আস্ত দিন থাকছে, ম্যাচটার ফয়সালা হবেই। এবং বলতেও হচ্ছে, ভারতের পক্ষে এই ম্যাচ ড্র করাটাও সহজ নয়। পঞ্চম দিনে ভারতকে তুলতে হবে ৩০৯ রান। হাতে ৯৭ ওভার।

আঙুলের চোটের জন্য ব্যাট করতে পারবে না জাডেজা। চতুর্থ দিনের শেষে ৯৮-২ মানে, অজিদের দরকার আর ৩টে উইকেট। পূজারা, রাহানে আর হনুমাকে তুলে নিতে পারলেই জয়ের প্রাথমিক দরজাটা খুলে ফেলবে অস্ট্রেলিয়া। শুধু চাইব, রাহানে মেলবোর্নে ওর সেঞ্চুরিটার মতো একটা ইনিংস খেলুক। আর পূজারা, ২৫০ বলে একটা ৭৫ নট আউটের ইনিংস খেলুক। তা হলে হয়তো ম্যাচটা ড্রও করতে পারে ভারত।

শনিবার অস্ট্রেলিয়া যেখানে শেষ করেছিল, দেখেই মনে হচ্ছিল, একটা বড় রান তোলার পরিকল্পনা নিয়েই নামবে চতুর্থ দিনে। বিশেষ করে লাবুসেন আর স্মিথ যখন রয়েছে। ওদের দ্রুত ফেরানোটা একটা বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় বোলারদের কাছে। স্মিথ-লাবুসেনদের থামাতে পারেনি। লাবুসেন ৭৩ করে গেল। আর স্মিথ ৮১। চাপটা ওখানেই কাটিয়ে ফেলে অস্ট্রেলিয়া। আর ঠিক ওখানেই চাপে পড়ে যায় ভারত। স্মিথ-লাবুসেনের জন্যই ক্যামেরন গ্রিনও ঝোড়ো ৮৪ রান করে গেল। এই জিনিসটাই আগের টেস্টগুলোতে দেখাতে পারছিল না অজিরা। আপার অর্ডারে কেউই দাঁড়াতে না পারায় চাপটা এসে পড়ছিল মিডল অর্ডারে। যেটা সামলাতে পারছিল না। কিন্তু সিডনিতে স্মিথদের রান পাওয়াটা মিডল অর্ডারকে স্বস্তি দিয়েছে।

এমনিতে সিডনির পিচে প্রচুর রান আছে। তার উপর জাডেজার চোট থাকায় ভারত একটা বোলার কম নিয়ে খেলেছে। ফলে, রাহানের হাতে বিকল্প কমে গিয়েছিল। বুমরা-সিরাজ-অশ্বিনদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়েছে। তাও বলব নভদীপ সাইনি বেশ ভালো বল করেছে। ১৬ ওভারে ৫৪ রান দিয়ে লাবুসেন আর ওয়েডের উইকেট। অশ্বিনই অবশ্য স্মিথকে ফিরিয়েছে।

আরও পড়ুন: সিডনিই সবচেয়ে খারাপ জায়গা, বলছেন অশ্বিন

দিনের শেষ ভারতের ৯৮-২ কিন্তু খারাপ নয়। যদি চোট আঘাত না থাকত, তা হলে ভারতীয় টিমের যা গভীরতা, পঞ্চম দিনে ৩০৯ রান তোলার মতোই দল। ভারত কিন্তু শুরুটা চমৎকার করেছিল। রোহিত শর্মা ওপেন করতে নেমে ৫২ করল। যে ভাবে ব্যাট করছিল, তাতে মনে হচ্ছিল সেঞ্চুরি করে ফেলবে। শুভমন গিলও যথেষ্ট সাবলীল শুরু করেছিল। কিন্তু দিনের শেষ ওরা দু’জনই ফিরে গিয়েছে। ক্রিজে রয়েছে পূজারা আর রাহানে। এই ম্যাচটা যদি বের করতে হয় রাহানে-পূজারা জুটিটাকেই লম্বা খেলতে হবে। কারণ তার পর ভারতের ব্য়াটসম্যান বলতে থাকবে হনুমা, পন্থ আর কিছুটা অশ্বিন।

প্রশ্ন হল, ভারত কি পারবে? ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। সোমবারের সিডনিতে কি তেমনই একটা আশ্চর্য দিন দেখার সুযোগ মিলবে?

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৩১২-৬ (ডি) (লাবুসেন ৭৩, স্মিথ ৮১, ক্যামেরন ৮৪, নভদীপ ২-৫৪, অশ্বিন ২-৯৫)। ভারত ৯৮-২ (রোহিত ৫২, শুভমন ৩১, হ্যাজেলউড ১-১১, কামিন্স ১-২৫)।