আধা ফিট হলেও বুমরাকে খেলাতে চাইছে ভারত
ব্রিসবেন টেস্টের আগে চোট আঘাত নিয়েই যত দুশ্চিন্তা ভারতের।
ব্রিসবেনঃ সিরিজের চতুর্থ টেস্টে জশপ্রীত বুমরাকে খেলানোর জন্য প্রবল চেষ্টা চালাচ্ছে ভারতীয় টিম। ব্রিসবেন টেস্টের আগে চোট আঘাত নিয়েই যত দুশ্চিন্তা ভারতের। অজিঙ্ক রাহানের টিম কার্যত হাসপাতাল হয়ে রয়েছে। টেস্টের আগের দিন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, ‘মেডিক্যাল টিম বুমরার চোট নিয়ে কাজ করছে। কাল সকালে ওকে না দেখে বলা মুশকিল, খেলতে পারবে কিনা।’
#TeamIndia batting coach Vikram Rathour on what makes the team mentally tough. #AUSvIND pic.twitter.com/IOUkkCcEQp
— BCCI (@BCCI) January 14, 2021
দেশে ফিরেই ভারতের ইংল্যান্ড সিরিজ। তার পরও, পঞ্চাশ শতাংশ ফিট থাকলেও টিম ম্যানেজমেন্ট বুমরাকে খেলিয়ে দেওয়ার পক্ষে। তলপেটের পেশিতে চোট পেয়েছেন তিনি। তবে প্রশ্নও থাকছে, বুমরার চোটের বহর যদি বেড়ে যায়, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় চাপে পড়ে যাবে টিম।
প্রথম টেস্ট থেকেই চাপে চোটে জর্জরিত ভারত। মহম্মদ সামি, উমেশ যাদব, লোকেশ রাহুল, হনুমা বিহারিরা পর পর চোট পেয়ে ছিটকে গিয়েছেন। চতুর্থ টেস্টের জন্য ভারত টিম কম্বিনেশন কী করবে, সেটা নিয়েই যত আলোচনা।
আরও পড়ুন: সৌরভের ১৪৪-য়ের গাব্বাতে কি বদলাবে ইতিহাস?
রাঠোর অবশ্য চোটকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর কথায়, ‘আমার মনে হয়, ঠিকঠাক প্রস্তুতির মধ্যে দিয়ে একটা টিম তৈরি হয়। আমরা আমাদের প্লেয়ারদের উপর ভরসা রাখি। এক-আধটা ইনিংস খারাপ খেলতেই পারে কেউ, তার এবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তোলে না। যে টিমই নামুক না কেন, তারা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে।’
আরও পড়ুন: তাঁর রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন, বলছেন মুরলী
চোটহীন বুমরাকে পেতে টিম ম্যানেজমেন্টের উচিত তাঁর প্রতি বাড়তি যত্ন নেওয়া। গৌতম গম্ভীর যেমন বলেইছেন, ‘বুমরার প্রতি বাড়তি নজর দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। ও বোলিং বিভাগের নেতা। ও যদি ফিট না থাকে, ভারতই সমস্যায় পড়বে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে হবে ভারতকে। সামি, ইশান্ত, উমেশরা আনফিট। বুমরা না থাকলে কিন্তু চাপ তৈরি হবে ভারতীয় বোলারদের উপর।’