বাবার দেওয়া প্লাস্টিক বলেই ক্রিকেট শুরু নভদীপের
প্লাস্টিকের বল দিয়ে ছেলেবেলায় খেলা শুরু করে সিডনিতে টেস্ট অভিষেক, এই পথ কতটা মসৃণ ছিল নভদীপ সাইনির কাছে?
নয়াদিল্লি: অভিষেককারী ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রমাগত ছাপ ফেলছে। সিডনিতে অভিষেকেই (Test debut) নজর কেড়েছেন নভদীপ সাইনি (Navdeep Saini)। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ২ উইকেট তুলে নিয়েছেন। সাইনি প্রথম উইকেট পান সিডনিতে অভিষেককারী অজি ক্রিকেটার উইল পুকোভস্কির।
Debutant gets debutant!
Maiden Test wicket for Navdeep Saini ?#AUSvIND SCORECARD ▶ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/SuBTtpvwpa
— ICC (@ICC) January 7, 2021
হরিয়ানার তারাওরি গ্রামে ছেলেবেলা থেকে ক্রিকেট খেলতেন সাইনি। সেই সাইনিই এখন জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলছে। তাঁর সাফল্যে পরিবার অত্যন্ত খুশি। ছেলেবেলা থেকেই নভদীপের মধ্যে ক্রিকেটের ব্যপারে দারুণ উৎসাহ ছিল। স্কুলে সামারক্যাম্প থাকলেও যেতে চাইতেন না। ছোট্ট নভদীপের তখন থেকেই লক্ষ্য ছিল জাহির খানের মতো পেস বোলার হওয়ার। তবে, বাবার কাছে ক্রিকেট খেলার জন্য বহুবার বকুনিও খেয়েছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত
Congratulations @navdeepsaini96. He realises his dream of playing Test cricket for #TeamIndia today. A proud holder of ? 299 and he receives it from @Jaspritbumrah93. #AUSvIND pic.twitter.com/zxa5LGJEen
— BCCI (@BCCI) January 6, 2021
হরিয়ানা থেকে দিল্লি যখন গিয়েছিলেন ক্রিকেট খেলার জন্য, কোথায় থাকবেন, জানতেন না। পরিবার জানতে চাইলে বলেছিলেন, “জানি না, ওখানে গিয়েই ঠিক করে নেব।’ এমনকি, দিল্লির হয়ে খেলার সময়ও কখনও বাড়িতে বলতেন না, কেমন খেলেছেন। পুরোনো দিনে ফিরে গিয়ে অমরজিৎ বলেছেন, “ও নিজের ব্যাপারে বরাবরই মুখচোরা। জোর না করলে কিছু বলতে চাইত না। তবে, ছেলেটা আজ যেখানে পৌঁছেছে, আমরা তাতে খুশি।”
আরও পড়ুন: ফিল্ডার না ‘প্রশ্নবিচিত্রা?’ স্লেজিংয়ের নতুন পন্থা লাবুসেনের
A second Test wicket on debut for Navdeep Saini ?
Mitchell Starc’s adventurous knock comes to an end, and Australia are 310/8.#AUSvIND SCORECARD ▶ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/UVUo6VTwsJ
— ICC (@ICC) January 8, 2021
একই সঙ্গে নভদীপের বাবা বলেছেন, “নভদীপের যখন ৫ বছর বয়স, ওকে একটা প্লাস্টিকের ব্যাট কিনে দিতে চেয়েছিলাম। কিন্তু ও বলেছিল, ব্যাট নেব না, আমার বল চাই। আজ মনে হয়, ভাগ্যিস সে দিন একটা বল কিনে দিয়েছিলাম। তাই হয়তো আজকের দিনটা দেখতে পাচ্ছি।” দিল্লির হয়ে রঞ্জিতে অভিষেক হয় সাইনির। নভদীপকে কেরিয়ারের শুরুতে গৌতম গম্ভীর কী ভাবে সাহায্য করেছিলেন, তার কথাও জানিয়েছেন সাইনির বাবা। নভদীপ এতদিনের অক্লান্ত পরিশ্রমের ফল পাচ্ছে, বলছেন অমরজিৎ সাইনি।
আরও পড়ুন: সেঞ্চুরি করে ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ, সঙ্গে একাধিক রেকর্ড