কাল থেকে বিশ্বকাপ প্রস্তুতি শুরু নতুন প্রজন্মের ভারত
নতুন প্রজন্মের ভারতীয় টিমের ওপেনিং খোলনলচে পাল্টাতে চলেছে। শিখর ধাওয়ান নন, লোকেশ রাহুলেই এখন আস্থা রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি টিমে ফিরতে চলেছেন পন্থ
কলকাতা: কুড়ি-বিশের দুনিয়ায় পা রাখতে চলেছে নতুন প্রজন্মের ভারতীয় টিম! অভিজ্ঞতার বন্ধনীতে পুরোনোদের পাশে একঝাঁক নতুন মুখ। সূর্যকুমার যাদব, ইশান কিশান, রাহুল তেওটিয়াদের মতো মারকাটারি টি-টোয়েন্টি স্পেশালিস্টরা পা রেখেছেন বিরাট কোহলির টিমে। এঁদের সঙ্গে নজরে থাকছেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া।
কাল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। এই সিরিজ থেকেই ভারত চলতি বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করে দিচ্ছে। আর সেই কারণে বিশ্বকাপের সময় ভারতীয় টিম কেমন হবে, তাঁর আঁচ পাওয়া যেতে পারে এই সিরিজ থেকেই।
️?️ “Very glad to have Bhuvi back.”
Ahead of the @Paytm #INDvENG T20I series opener, #TeamIndia skipper @imVkohli speaks about @BhuviOfficial‘s return to the side ?? pic.twitter.com/26DCpBbd90
— BCCI (@BCCI) March 11, 2021
নতুন প্রজন্মের ভারতীয় টিমের ওপেনিং খোলনলচে পাল্টাতে চলেছে। শিখর ধাওয়ান নন, লোকেশ রাহুলেই এখন আস্থা রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি টিমে ফিরতে চলেছেন পন্থ। গত কয়েক মাসে ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটেও সবচেয়ে আলোচিত নাম পন্থই। অস্ট্রেলিয়া সফর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, সর্বত্র সফল পন্থ। এই পন্থ টি-টোয়েন্টি ফর্ম্যাটে কেমন পারফর্ম করেন, তার উপর নির্ভর করছে অনেক কিছু। কিপার-ব্যাটসম্যান পন্থ যদি বরাবরের মতো টি-টোয়েন্টিতে বিস্ফোরক কিছু ইনিংস খেলতে পারেন, তা হলে ভারতীয় টিমে তাঁর জায়গা পাকা করে ফেলবেন।
পন্থের থেকেও বেশি যাঁকে নিয়ে আলোচনা চলছে, তিনি হলেন হার্দিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট খেলেছেন। তার পর অনেক দিন টিমের বাইরে। টেস্ট টিমে জায়গা পেয়েছিলেন ঠিকই, কিন্তু প্রথম একাদশে ঢুকতে পারেননি। অলরাউন্ডার হার্দিক, বোলার হার্দিক কেমন পারফর্ম করেন, সেটাই দেখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারত যেমন এই সিরিজ থেকেই শুরু করে দিতে চাইছে বিশ্বকাপ পরিকল্পনা, ইংল্যান্ডও তেমনই ভাবছে। যে হেতু ভারতের মাটিতেই বিশ্বকাপ, এই সিরিজ তাদের কাছে পরীক্ষা নিরীক্ষার জায়গা হতে চলেছে। ইওন মর্গ্যান, জেসন রায়, জস বাটলার, জনি বেয়ারস্টো, মইন আলিদের মতো সিনিয়রদের পাশাপাশি নতুন মুখও কিছু আছে। যাঁদের ভারতের মাটিতে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চাইছেন ইংল্যান্ড। যাতে বিশ্বকাপের সময় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনও অসুবিধা না হয়।
আরও পড়ুন:শিখর নন, রাহুলেই এখন আস্থা বিরাটের
টেস্ট সিরিজে যেমন ছিল, মোতেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ট্রার্নিং ট্র্যাক হওয়ার সম্ভাবনা প্রবল। টি-টোয়েন্টিতে এক নম্বর টিম ইংল্যান্ড। তাঁদের ক্যাপ্টেন ইওন মর্গ্যান কিন্তু বলছেন, ‘উইকেট দেখে তো ভালোই লাগছে। কিন্তু ম্যাচের আগে কী হবে, তা জানি না।’
ইংল্যান্ড টিমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ভারতের ক্যাপ্টেনের কথায়, ‘ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য, এমন মনে করাটা ঠিক হবে না। ইংল্যান্ড কিন্তু টি-টোয়েন্টির এক নম্বর টিম।’