Ind vs Ire, 1st T20 : বুমরার কামব্যাক, রিঙ্কুর অভিষেক! আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ প্রথম টি ২০
শুক্রবার ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টি ২০ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় ভারত।
ডাবলিন : নিয়মিত ক্যাপ্টেন নেই। হেড কোচও নেই। তার উপর শেষ টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরাজয়। সেই হারের ক্ষত নিয়ে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে নামছে ভারত। মেন ইন ব্লু-র নেতৃত্বে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রায় বছরখানেক বাদে জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তন হচ্ছে এই সিরিজ দিয়ে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য বুমরা কতটা প্রস্তুত, তিন ম্যাচের সিরিজেই তার মালুম পাওয়া যাবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সদ্য ক্যারিবিয়ানে টি ২০ সিরিজ হেরেছে ভারত। সেই ধাক্কা কাটিয়ে আইরিশদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আয়ার্ল্যান্ড সিরিজে রয়েছেন। সিরিজে প্রত্যাবর্তন এবং অভিষেকের জন্য মুখিয়ে একাধিক ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইপিএল তারকা রিঙ্কু সিং, জীতেশ শর্মা এবং ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন আয়ার্ল্যান্ড সফরে। জাতীয় দলের হয়ে রিঙ্কুর খেলার স্বপ্ন হয়তো আজই পূরণ হবে। তবে সব নজর কিন্তু বুমরার দিকেই। মাস দুয়েক পরে ওডিআই বিশ্বকাপে ভারতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তিনি। সারা বিশ্বের নজর থাকবে ২৯ বছরের পেসারের উপর। সদ্য চোট সারিয়ে ফিরেছেন। আগামী তিন ম্যাচে পাঁচদিনের মধ্যে সবচেয়ে বেশি ১২ ওভার বল করতে হবে। বুমরার ফিটনেস নিয়ে এই সিরিজই ক্যাপ্টেন রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের প্রশ্নের উত্তর দেবে। ৫০ ওভার যদিও টি ২০ থেকে আলাদা। সেখানে দুই, তিন বা চার ওভারের স্পেলে দশ ওভার বল করতে হবে তাঁকে।
বুমরার মতোই এটি প্রত্যাবর্তনের সিরিজ প্রসিধ কৃষ্ণর কাছে। বেঙ্গালুরুর পেসার কোমরের চোটের কারণে এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। কামব্যাকের সুযোগ রয়েছে শিবম দুবের কাছেও। বুমরা এবং সঞ্জু স্যামসনকে বাদ দিলে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে খেলা অধিকাংশ ক্রিকেটার এশিয়ান গেমসে খেলবেন। রিঙ্কুদের সোনার পদক জয়ের প্রস্তুতি শুরু করতে হবে আইরিশদের বিরুদ্ধে সিরিজ খেলে।
অন্যদিকে পল স্টার্লিংয়ের ক্যাপ্টেন্সিতে আইরিশদের কাছে রয়েছে হ্যারি টেক্টর, লোরকান টাকার, বাঁ হাতি স্পিনার জর্জ ডকরেলের মতো ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে আয়ার্ল্যান্ড এখনও একটিও ম্যাচ জিততে পারেনি। ঘরের মাঠে বুমরাদের হারিয়ে ইতিহাস গড়তে চায় আইরিশরা।