ICC Women’s T20 World Cup: পাকিস্তানের লজ্জার হার, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকায় চলতি টি-২০ বিশ্বকাপে মঙ্গলবার রাতে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যায় ইংল্যান্ড। পাকিস্তান হারতেই দুটো সেমিফাইনাল কাদের মধ্যে খেলা হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হবে জোর টক্কর।
কেপটাউন: টি-২০ মেয়েদের বিশ্বকাপে (Women’s T20 World Cup 2023) ইতিহাস গড়তে ভারতীয় দল এখন মাত্র দুই ধাপ দূরে। গ্রুপ পর্ব শেষ করে এ বার শেষ চারে চারটি টিম। ভারতীয় দল ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সেমিফাইনালের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে (Ind vs Aus)। এই অস্ট্রেলিয়ার কাছেই ২০২০ সালের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। কমনওয়েলথ গেমসের ফাইনালেও ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিল অজি বাহিনী। গত ২১ ফেব্রুয়ারি ইংল্যান্ড টি-২০ মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক স্কোর গড়ে পাকিস্তানকে ১১৪ রানে বিধ্বস্ত করেছে। এই জয়ের সঙ্গেই ইংল্যান্ড গ্রুপ-২ টেবিলের শীর্ষে। ভারত ২ পয়েন্ট পিছিয়ে অর্থাৎ ৬ পয়েন্টে। পাকিস্তান হারতেই দুটো সেমিফাইনালে কে কার সঙ্গে লড়বে তা স্পষ্ট হয়ে গিয়েছে। ভারতীয় দল গ্রুপ-১-এর বিজয়ী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
মঙ্গলবার ইংল্যান্ড তাদের শেষ লিগ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১১৪ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড এবং পাঁচ উইকেটে ২১৩ রানের বিশাল স্কোর খাড়া করে। মহিলাদের টি-২০ বিশ্বকাপে এই প্রথম কোনও টিম ২০০ রানের গণ্ডি অতিক্রম করল। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান তুলতে পারে। ন্যাট স্কিভার ব্রান্ট ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৪০ বলে অপরাজিত ৮১ রান করেন, যার মধ্যে ১২টি চার এবং একটি ছক্কা ছিল। ওপেনার ড্যানিয়েল ওয়েট ৩৩ বলে ৫৯ রান করে ইংল্যান্ডকে ভালো সূচনা দেন। এই দু’জন ছাড়াও অ্যামি জোনস ৩১ বলে ৪৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। এই বিশাল লক্ষ্য তাড়া করার মতো অবস্থানে ছিল না পাকিস্তান। দলের মাত্র চার ব্যাটার দুই অঙ্কে পৌঁছান। যার মধ্যে নয় নম্বর ব্যাটার তুবা হাসান সর্বোচ্চ ২৮ রান করেছেন। ইংল্যান্ডের পক্ষে ক্যাথরিন স্কিভার ব্রান্ট ও শার্লট ডিন দুটি করে উইকেট নেন।
এই জয়ের সঙ্গে ইংল্যান্ড আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের দুই গ্রুপে তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। যার অর্থ হল, গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারত সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। গ্রুপ ২-তে চারটির মধ্যে আটটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে খেলবে গ্রুপ ১-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। ভারত চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ টু-তে দ্বিতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। যারা গ্রুপ ১-এ চারটি ম্যাচ জিতেছে এবং আট পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে।