Rinku Singh: স্বপ্ন সত্যি হল! ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু
Ind vs Sa: সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। দেশের জার্সিতে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চাপের মুখে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন। এ বার পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিঙ্কু। এই দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় বিমান। সেখানে দলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রিঙ্কু।

নয়াদিল্লি: সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ রয়েছে ভারতের। বিশ্বকাপের আগে এটি ভারতীয় ক্রিকেটারদের কাছে অন্যতম চ্যালেঞ্জ। ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। সেই আক্ষেপকে সঙ্গে নিয়ে ফের পাঁচদিনের টি-টোয়েন্টি সিরিজে অজিদের মুখোমুখি হয়েছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। দেশের জার্সিতে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চাপের মুখে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন। এ বার পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিঙ্কু। এই দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় বিমান। সেখানে দলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রিঙ্কু। আর কেকে রয়েছেন এই ছবিতে? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএলে কেকেআরের জার্সিতে উত্থান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে ফুল ফুটিয়েছেন রিঙ্কু। এ বার লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় জোড়া সিরিজ জয়। সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কুলদীপরা। সঙ্গে রয়েছেন এক রিঙ্কু সিং, তিলক বর্মা, অর্শদীপের মতো ইয়ংস্টাররা। বুধবার সকালে, বেঙ্গালুরু থেকে দক্ষিণ আফ্রিকার দিকে রওনা দিয়েছে ভারতের বিমান। দলের সঙ্গেই রয়েছেন রিঙ্কু। সতীর্থদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতের তারকা ফিনিশার। এদিন রিঙ্কুর চোখেমুখে লেগেছিল স্বপ্ন সত্যি হওয়ার খুশি। এটাই দলের জার্সিতে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর তাঁর।
শুধু রিঙ্কুই নন, ঋতুরাদ গায়কোয়াড়, অর্শদীপ সিং, জীতেশ শর্মা, শুভমন গিলদেরও এটাই জাতীয় দলের হয়ে প্রথম দক্ষিণ আফ্রিকা সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার এটাই সুযোগ ভারতীয় ইংয়স্টারদের কাছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রোটিয়াদের মুখোমুখি হবেন তাঁরা। ইতিমধ্যেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিঙ্কুকে দেখার আশা প্রকাশ করেছেন আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটাররা। রিঙ্কু নিজেও চান দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে লড়তে। তবে বিশ্বকাপের জাক আসবে কি না তা নির্ভর করছে পরবর্তী সিরিজগুলিতে রিঙ্কুর পারফরম্যান্সের উপর।





