Jasprit Bumrah Fitness: জসপ্রীত বুমরা ব্যাক! ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন নিজেই

Jasprit Bumrah Watch Video: বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। এ বার ওয়ান ডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ৫০ ওভারের ফরম্যাটে। তবে এশিয়া কাপে বুমরাকে ফেরানোর তাড়াহুড়ো না করার সম্ভাবনাই বেশি।

Jasprit Bumrah Fitness: জসপ্রীত বুমরা ব্যাক! ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন নিজেই
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 3:30 PM

প্রায় এক বছর হতে চলল। ক্রিকেটের বাইরে জসপ্রীত বুমরা। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তারকা বোলারকে পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু আশার আলো দেখা যাচ্ছে কিছুটা। গত বছর তাড়াহুড়ো করতে গিয়ে বুমরাকে নিয়ে ভুগতে হয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার তেমন কিছু করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তবে বুমরার পোস্ট করা ভিডিয়ো কিছুটা হলেও ভারতীয় ক্রিকেটে আশার আলো। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর সেপ্টেম্বর থেকে ক্রিকেটের বাইরে বুমরা। চোট সারিয়ে ফিরতে না ফিরতেই নতুন করে চোট পেয়েছিলেন। যে কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা পেসারকে ছাড়াই নামতে হয়েছিল ভারতকে। বুমরা না থাকায় বড় রকমের সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পাওয়া যায়নি। এ বার ওয়ান ডে বিশ্বকাপের আগে সেই একই চিন্তা।

বুমরার চোট এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচার করাতে হয়। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তারও। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন বুমরা। ভারতীয় ক্রিকেট টিমকে ট্যাগ করে যেন ফেরার বার্তাও দিতে চেয়েছেন। বোলিং করছেন বুমরা। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কামিং হোম। তাহলে কি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বার্তাই দিচ্ছেন বুমরা? এমনটাই অনুমান করা যেতে পারে।

View this post on Instagram

A post shared by jasprit bumrah (@jaspritb1)

বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। এ বার ওয়ান ডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ৫০ ওভারের ফরম্যাটে। তবে এশিয়া কাপে বুমরাকে ফেরানোর তাড়াহুড়ো না করার সম্ভাবনাই বেশি। হাতে অনেকটা সময় রয়েছে যদিও। ভারতের নজরে মূলত বিশ্বকাপ। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জয়। সেটাই শেষ আইসিসি ট্রফি ভারতের। আইসিসির গত বেশ কয়েকটি ইভেন্টে সেমিফাইনাল কিংবা ফাইনাল অবধি পৌঁছেও ট্রফি জেতা যায়নি। বিশ্বকাপকে পাখির চোখ করেই তাই বুমরার ফেরার প্রত্যাশায় ভারতীয় ক্রিকেট প্রেমীরাও।