Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champions Trophy 2025: পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত? সিদ্ধান্ত নেবে সরকার

২০১৭ সালের পর ২০২৫ সালে আবার ক্রিকেট ক্যালেন্ডারে ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসর বসবে পাকিস্তানে।

Champions Trophy 2025: পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত? সিদ্ধান্ত নেবে সরকার
Champions Trophy 2025: পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত? সিদ্ধান্ত নেবে সরকার (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 8:12 PM

নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার (ICC) তরফে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের (Pakistan) ওপর। ২০১৭ সালের পর আবার ক্রিকেট ক্যালেন্ডারে ফিরতে চলেছে এই টুর্নামেন্ট। আর তারপর থেকেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত (India) কি পাকিস্তানে খেলতে যাবে। নিরাপত্তার কারণে একের পর এক দল বাবর আজমদের দেশে গিয়ে খেলতে অরাজি। কিছুদিন আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড পাক সফর বাতিল করেছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় সড় প্রশ্ন তৈরি হয়ে গেল কোন কোন দেশ পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইবে? বিশেষ নজর তো থাকবেই টিম ইন্ডিয়ার দিকে।

এই প্রসঙ্গে মিডিয়াকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সঠিক সময় এলে সরবার ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা। তিনি বলেন, “সঠিক সময় এলে ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের সময় সব দিক খতিয়ে দেখা হবে। এমনকি অতীতে বহু দল নিরাপত্তা নিয়ে সংশয়ের জন্য পাকিস্তানে খেলতে যায়নি। এটা কিন্তু সবাই জানে যে, ওখানে খেলতে গিয়ে এর আগে অনেক প্লেয়ারদের হামলার মুখে পড়তে হয়েছে। এই বিষয়টার দিকে বিশেষ নজর দিতেই হবে।”

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা আইসিসির এই সিদ্ধান্তে বেজায় খুশি হয়েছেন। পাক ক্রিকেটের জন্যও ভালো দিক দেখছেন রামিজ। পিসিবির (PCB) চেয়ারম্যান বলেন, “এই ঘোষণাটার পর আমার আনন্দের শেষ নেই, যে পাকিস্তান এই মর্যাদাপূর্ণ বিশ্ব টুর্নামেন্টের আয়োজক হবে। এটি লক্ষ লক্ষ পাকিস্তানি ভক্তদের জন্য একটা ভীষণ খুশির কারণ হতে চলেছে। যারা বছরের পর বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছে এই রকম টুর্নামেন্ট দেশের মাঠে দেখার জন্য। গোটা বিশ্ব আমাদের আতিথেয়তার নমুনা দেখার পাশাপাশি আমাদের দুর্দান্ত ক্রিকেট দেখবে।”

আরও পড়ুন: India vs New Zealand Live Score, 1st T20I 2021: চ্যাপম্যানের পর ফিলিপসকে ফেরালেন অশ্বিন, তৃতীয় উইকেট হারাল কিউয়িরা