Rahul Dravid: জাতীয় দলে ছুটি, ছেলের খেলা দেখতে মহীশূরে হাজির সস্ত্রীক দ্রাবিড়
কয়েকদিন ধরে শোনা গিয়েছিল, পরিবারকে সময় দেওয়ার জন্য এ বার জাতীয় দলের কোচের দায়িত্বও তিনি ছেড়ে দেবেন। অবশ্য তেমনটা এখনই হচ্ছে না। কয়েকদিন আগেই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ আরও বাড়ল। ওডিআই বিশ্বকাপের পর আপাতত ছুটিতে রাহুল দ্রাবিড়। তাই এ বার পরিবারকে সময় দিচ্ছেন দ্য ওয়াল।
মহীশূর: পরিবারকে তিনি সময় দিতে পারেন না। এ কথা অতীতে জানিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শোনা গিয়েছিল, পরিবারকে সময় দেওয়ার জন্য এ বার জাতীয় দলের কোচের দায়িত্বও তিনি ছেড়ে দেবেন। অবশ্য তেমনটা এখনই হচ্ছে না। কয়েকদিন আগেই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ আরও বাড়ল। ওডিআই বিশ্বকাপের পর আপাতত ছুটিতে রাহুল দ্রাবিড়। তাই এ বার পরিবারকে সময় দিচ্ছেন দ্য ওয়াল। যে কারণে, স্ত্রীর সঙ্গে তিনি ছেলের খেলা দেখতে মহীশূরে পৌঁছে গিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বর্তমানে দেশের মাটিতে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে। তাতে ভারতের হেড কোচের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আর ছুটিতে রয়েছেন দ্রাবিড়। মহীশূরে কোচবিহার ট্রফির ম্যাচে মুখোমুখি কর্নাটক ও উত্তরাখণ্ড। সর্বভারতীয় অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টে রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় খেলছেন। মহীশূরের শ্রীকান্তদত্ত নরসিংহরাজ ওয়াদিয়ার মাঠে স্ত্রী বিজেতার সঙ্গে ছেলের খেলা দেখেন রাহুল দ্রাবিড়। তাঁদের ছেলে সমিত কর্নাটকের হয়ে খেলছেন।
Rahul Dravid and his wife watching their son, Samit play in the U19 Cooch Behar Trophy. (📸 – Manuja Veerappa).
– A proud moment for the Dravid family…!!! pic.twitter.com/lwgiqgKOhz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 2, 2023
রাহুল দ্রাবিড়ের দুই ছেলেই ক্রিকেটের সঙ্গে যুক্ত। বর্তমানে রাহুল ও বিজেতার বড় ছেলে সমিত কোচ বিহার ট্রফিতে খেলছেন। এবং তাঁদের ছোট ছেলে অনভয় অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলছেন।
🚨Proud Moment for Rahul Dravid’s Family🚨
🔥Both the sons are now playing Age Group Cricket organised by BCCI.
🏏Samit Dravid playing U19 Cooch Behar Trophy match.
🏏Anvay Dravid playing U16 Vijay Merchant Trophy match.
📸 Six Cricket Community#Cricket | #CricketTwitter pic.twitter.com/TBhBNXAy0N
— Indian Domestic Cricket Forum – IDCF (@IDCForum) December 2, 2023
উত্তরখণ্ডের বিরুদ্ধে ম্যাচে দ্রাবিড়ের বড় ছেলে সমিত পাঁচ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দেন। কোনও উইকেট নিতে পারেননি। দু’টি মেডেন নিয়েছেন অবশ্য। এর আগে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে অলরাউন্ডার সমিত করেছিলেন ৫৫ রান। নিয়েছিলেন ২টি উইকেটও। সেই ম্যাচ কর্নাটক জিতেছিল। ব্যাট হাতে ৫১ রান করেছিলেন দ্রাবিড় পুত্র।