ধোনির না থাকা প্রভাব ফেলছে স্পিনারদের পারফরম্যান্সে: কিরণ মোরে

অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত নজর কাড়তে ব্যর্থ ভারতীয় স্পিনাররা।

ধোনির না থাকা প্রভাব ফেলছে স্পিনারদের পারফরম্যান্সে: কিরণ মোরে
কিরণ মোরের মতে, ধোনির না থাকা প্রভাব ফেলছে স্পিনারদের পারফরম্যান্সে।ছবি-বিসিসিআই।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2020 | 3:12 PM
TV9 বাংলা ডিজিটাল: যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাডেজাদের পারফরম্যান্স গ্রাফ কেন পড়তির দিকে? ভারতীয় স্পিনাররা কেন এত রান খরচ করছেন? কেন কমছে ধার? এ সব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। আর এই আলোচনায় অবধারিত ভাবে ঢুকে পড়ছেন মহেন্দ্র সিং ধোনিও। উইকেটের পিছনে তাঁর না থাকার জন্যই স্পিনাররা ফোকাস হারাচ্ছেন। ধোনির মূল্যবান পরামর্শ না পাওয়ার জন্যই স্পিনারদের হাত থেকে প্রয়োজনের সময় বেরিয়ে আসছে না দুরন্ত ডেলিভারিগুলো। এমনই মনে করছেন ভারতের আর এক প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরে।
মোরে বলেছেন, ‘ধোনি সারাক্ষণ উইকেটের পিছন থেকে বোলারদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিত। কোন লাইন, লেংথে বল করা উচিত সেটা টানা বলে যেত। আর সেই সব পরার্মশ আসত হিন্দিতে। কিন্তু এখন ধোনি আর ভারতীয় টিমে খেলে না। ওকে উইকেটের পিছনে না পাওয়ার জন্যই বোলাররা সেরাটা দিতে পারছে না। চাহল, কুলদীপ, জাডেজারা সেই আগের বোলার, যারা অন্য রকম বোলিং করত। এখন আর এক রকম করছে।’
প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে চাহলের পারফরম্যান্স ১-৮৯ ও ০-৭১। শেষ দুটো টি-টোয়েন্টিতে ১-৫১ ও ০-৪১। সেখানে পুরো সাদা বলের সিরিজে জাডেজার ঝুলিতে মাত্র ২টো উইকেট। কুলদীপ যে একটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন, তাতে পেয়েছেন ১টা উইকেট।
মোরে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বলেছেন, ‘আর একটা ধোনি খুঁজে বের করা কঠিন। পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর দিকে যদি তাকান, দেখতে পাবেন, একজন কিপার-ব্যাটসম্যানকে ওরা ক্যাপ্টেন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তার কারণ, এ ক্ষেত্রে যে বাড়তি সুবিধা পাওয়া যায়, অর্থাৎ কিপারের জায়গাটাই হল মাঠের সেরা জায়গা, যেখান থেকে ম্যাচটা অনেক ভালো বোঝা যায়।’
মুশকিল হচ্ছে, এই মুহূর্তে ভারতের কাছে ধোনির বিকল্প হয়ে উঠতে পারেন, তেমন কেউই নেই। খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, তেমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না।