IND vs SRI : শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড : বাদ লোকেশ, বিশ্রামে বিরাট
Virat Kohli : টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে বাদ লোকেশ রাহুল। তেমনই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। দু-জনই অবশ্য় ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন।
মুম্বই : শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা এখনও ফিট হয়ে ওঠেননি। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে বাদ লোকেশ রাহুল। তেমনই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। দু-জনই অবশ্য় ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন। ওয়ান ডে-তে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। আগামী ৩ জানুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ান ডে সিরিজ শুরু হবে ১০ জানুয়ারি। বিস্তারিত TV9Bangla-য়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই এই ফর্ম্যাটে লোকেশ রাহুলের ফর্ম নিয়ে অস্বস্তি ঘিরে ধরেছিল ভারতীয় শিবিরে। বিশ্বকাপের পরই নিউজিল্য়ান্ড সফরে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট, রোহিত, রাহুলদের মতো সিনিয়রদের। বাংলাদেশ সফরে স্কোয়াডে ফিরেছিলেন তিনজনই। ফর্ম্যাট বদলালেও ফর্ম হাতরে বেড়িয়েছেন লোকেশ রাহুল। বাংলাদেশে ২ ম্য়াচের টেস্ট সিরিজে নেতৃত্বে ছিলেন রাহুল। ভারত সিরিজ জিতলেও ব্য়াট হাতে ব্য়র্থ রাহুল। এরপরই নামপ্রকাশে অনিচছুক বোর্ড কর্তা জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়তে চলেছেন লোকেশ রাহুল। তাই সত্য়ি হল। অন্য় দিকে, সূত্রের খবর টি-টোয়েন্টি থেকে বিরতি নিতে চেয়েছিলেন বিরাট কোহলি। তাঁকেও স্কোয়াডে রাখা হয়নি। বাংলাদেশ সফরে দ্বিতীয় ওয়ান ডে-তে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। এখনও ফিট নন। গত রবিবার প্রস্তুতি শুরু করেছেন রোহিত। ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে তাঁকে।
টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্বের পাশাপাশি ওয়ান ডে সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। কোনও স্কোয়াডেই জায়গা হয়নি ঋষভ পন্থের। তেমনই প্রশ্ন উঠতে পারে শিখর ধাওয়ানকে নিয়েও। গত ওয়ান ডে সিরিজগুলিতে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। এ বার স্কোয়াডেই জায়গা হয়নি। আগামী বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। ধাওয়ান কি তবে পরিকল্পনায় নেই?
টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, হর্ষল প্য়াটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
ওয়ান ডে স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্য়াটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।