সিংহের ভিডিয়ো পোস্ট করে বিতর্কে জাদেজা
২০১৬ সালেও গির অভয়ারণ্যে ঘুরতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা
গুজরাত : একই কাজের পুনরাবৃত্তি। ফের বিতর্কে জড়ালেন রবীন্দ্র জাদেজা। গির অভয়ারণ্যে সিংহের ভিডিয়ো পোস্ট করে বিতর্কে জড়ালেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সফরে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন জাদেজা। গাব্বায় শেষ টেস্ট খেলতে পারেননি। ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
Woah ! Best experience ever #sasangir #roadtrip pic.twitter.com/nCLwjEv1N1
— Ravindrasinh jadeja (@imjadeja) February 8, 2021
গির অভয়ারণ্যে ঘুরতে গিয়ে ৩টে সিংহের ভিডিয়ো সোশ্যাল সাইটে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন জাদেজা। ভিডিয়োতে স্পষ্ট বোঝা যায়, গাড়ি করে অভয়ারণ্যের ভিতরে ঘুরছেন তিনি। অভয়ারণ্যে ঘোরার সময় পর্যটকদের গাড়ি চালানো নিষেধ। বনদফতরের পক্ষ থেকে দেওয়া খোলা জিপেই একমাত্র অভয়ারণ্যের ভিতরে ঘোরার অনুমতি রয়েছে পর্যটকদের। সেই আইন ভাঙায় বিতর্কে জড়ালেন জাদেজা।
আরও পড়ুন:বাংলার ফুটবলে আর এক নতুন যুবভারতী
২০১৬ সালেও গির অভয়ারণ্যে ঘুরতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সে বার সিংহের সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। যার জন্য ২০ হাজার টাকা ফাইন দিতে হয়েছিল রবীন্দ্র জাদেজাকে।