আইপিএল খেলতে স্মিথদের নিতে হবে এনওসি
অস্ট্রেলিয়ার প্রথম সারির ১৯জন ক্রিকেটার আইপিএল খেলেছেন গতবার। এ বার সেই সংখ্যাটা বাড়তে পারে।
মেলবোর্ন: করোনাভাইরাসের প্রভাবে নয়া নিয়ম চালু করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের এ বার আইপিএল খেলতে হলে নো অবজেকশন লেটার (No Objection Letter) নিতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছ থেকে।
আরও পড়ুন: সাউদাম্পটনকে ৯ গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
গতকাল করোনার কারণেই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে স্মিথদেরও। তা নিয়ে যতই হইচই হোক, প্লেয়ারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না ওই দেশের ক্রিকেট বোর্ড। আর তাই আইপিএলের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
গতবার আমিরশাহিতে আইপিএল হলেও এ বার ভারতেই হবে। করোনা সংক্রমণের নতুন খবর এখনও পাওয়া যাচ্ছে এ দেশে। যা চিন্তায় রেখেছে অস্ট্রেলিয়াকে। আর তাই যে-ই আইপিএল খেলতে যান, তাঁকে বোর্ডের কাছ থেকে আলাদা করে এনওসি নিতে হবে।
আরও পড়ুন: সুনীলদের কাছে হেরে আইএসএল কার্যত শেষ ইস্টবেঙ্গলের
সিএ-র অন্তবর্তীকালীন সিই নিক হকলে বলেছেন, ‘গতবারের আইপিএল থেকে আমরা এটা শুরু করেছি। এ বারও তাই করতে হবে। কোনও ক্রিকেটার যদি আইপিএল খেলতে চায়, তাকে প্রমাণ করতে হবে যে, সে যেখানে খেলতে যাচ্ছে তা বায়ো সিকিওর। আমরা আবেদনপত্র খতিয়ে দেখে তাকে আইপিএল এনওসি দেব।’
অস্ট্রেলিয়ার প্রথম সারির ১৯জন ক্রিকেটার আইপিএল খেলেছেন গতবার। এ বার সেই সংখ্যাটা বাড়তে পারে। এতদিন ক্রিকেটাররা তাঁদের এজেন্টের মাধ্যমেই সরাসরি আইপিএল খেলতেন। তবে শুধু আইপিএল নয়, ইংল্যান্ডে খেলা নিয়েও বেশ চাপ রয়েছে। কারণ ওই দেশেও এখনও লকডাউন চলছে করোনার কারণে। তবে, ভারতের আইপিএল নিয়ে শেষ পর্যন্ত অন্য ভাবনাও ভাবতে পারে সিএ। কারণ এই বছর শেষের দিকে ভারতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল খেললে স্মিথ, ম্যাক্সওয়েলরা প্রস্তুতি নিতে পারবেন আরও ভালো করে।