IPL 2021 MI vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ
আজ আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals) ম্যাচ।
কলকাতা: আইপিএলের ২৪তম ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এখনও পর্যন্ত মোট ৫টি করে ম্যাচে খেলেছে দুই দলই। ২ ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে রয়েছেন পোলার্ডরা। অন্যদিকে ২ ম্যাচে জয়ের পর সাত নম্বরে রয়েছে চেতন সাকারিয়ারা। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই এ বার চ্যাম্পিয়ন সুলভ খেলছে না। বেন স্টোকস, জোফ্রা আর্চার না থাকার প্রভাব রাজস্থান শিবিরেও পড়ছে। শেষ ম্যাচে রোহিতরা পঞ্জাবের কাছে হেরেছিল। কিন্তু সঞ্জুরা শেষ ম্যাচে কেকেআরকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে। কোন দল আজ ২ পয়েন্ট তুলে নেবে সেদিকেই নজর থাকবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি (২৯ এপ্রিল) আজ, বৃহস্পতিবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ টায়। ম্যাচের আগে ৩টে-তে টস হবে।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।