KKR, IPL 2023: কখন যে কী হয়! কেন আইপিএলে আনপ্রেডিক্টেবল কেকেআর?
Kolkata Knight Riders Squad Analysis : নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার কতদিনের মধ্যে ফিট হয়ে ফিরতে পারেন, এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। তাঁকে ছাড়াই বেশির ভাগ ম্যাচ খেলতে হবে এটুকু নিশ্চিত।
কলকাতা : আনপ্রেডিক্টল নাইট রাইডার্স। কেন এমনটা বলা হচ্ছে! কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড দেখে কোনও বারই বোঝা যায় না, কম্বিনেশন কী হতে চলেছে। গত দুই মরসুমের অভিজ্ঞতা থেকে বলা যায়, পরিকল্পনায় বিস্তর গলদ থাকে। প্রতি ম্য়াচেই নতুন কম্বিনেশন দেখা যেত কেকেআরে (KKR)। এ বার আদৌ কতটা গুছিয়ে উঠতে পেরেছে কেকেআর, তা নিয়ে সন্দেহ থাকেই। অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। স্কোয়াডে থাকলেও নেতৃত্ব দেবেন নীতীশ রানা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আশাবাদী, শ্রেয়সকে পরের দিকে পাওয়া যাবে। কতটা পরের দিকে তার অবশ্য় নিশ্চিয়তা নেই। কেন আনপ্রেডিক্টেবল কলকাতা নাইট রাইডার্স? বিস্তারিত TV9Bangla-য়।
এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড: ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার (ফিট নন), নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, মনদীপ সিং, নারায়ণ জগদীশন, লিটন দাস, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, ডেভিড উইজে, সাকিব আল হাসান, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সূয়াষ শর্মা, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, টিম সাউদি, হর্ষিত রানা, উমেশ যাদব, বৈভব অরোরা, কুলবন্ত কেজরোলিয়া।
নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার কতদিনের মধ্যে ফিট হয়ে ফিরতে পারেন, এর কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। তাঁকে ছাড়াই বেশির ভাগ ম্য়াচ খেলতে হবে এটুকু নিশ্চিত। কিছু দিন আগেই জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছেন কিউয়ি পেসার লকি ফার্গুসন। জাতীয় দলের ম্যাচ থাকায় এখনও কেকেআর শিবিরে যোগ দিতে পারেননি বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। দু-জনই তৃতীয় ম্য়াচের আগে স্কোয়াডে যোগ দিতে পারেন। তবে দেশের হয়ে এই দু’জনই তুখোড় ফর্মে রয়েছেন। কেকেআর শিবিরের ক্ষেত্রে যা খুবই ইতিবাচক। এখন দেখার কত ম্যাচ খেলার পর সেরা কম্বিনেশন খুঁজে পায় কলকাতা নাইট রাইডার্স।