PBKS vs GT Highlights, IPL 2023 : রুদ্ধশ্বাস ম্যাচ ৬ উইকেটে জিতল গুজরাট টাইটান্স
Punjab Kings vs Gujarat Titans Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
মোহালি: রিঙ্কু সিং আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল গুজরাট টাইটান্স। আঁটোসাঁটো বোলিংয়ে পঞ্জাব কিংসকে তাঁদের ঘরের মাঠে ১৫৩ রানে আটকে রেখেছিল গুজরাট। স্কোরবোর্ডে তেমন রান না উঠলেও ম্যাচ পৌঁছল বৃহস্পতিবারের ম্যাচটিও পৌঁছল শেষ ওভারে। শুভমন গিলের অর্ধশতরানের ইনিংস জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় গুজরাটকে। শেষ ২ বলে চার রানের প্রয়োজন ছিল গুজরাটের। রাহুল তেওয়াটিয়ার বাউন্ডারিতে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এটা তৃতীয় জয়।
LIVE Cricket Score & Updates
-
জিতল গুজরাট
জয়ের জন্য শেষ ২ বলে প্রয়োজন ছিল ৪ রান। ১৯.৫ ওভারে স্যাম কারানের বলে বাউন্ডারি হাঁকিয়ে জেতান রাহুল তেওয়াটিয়া। টুর্নামেন্টে গুজরাটের তৃতীয় জয় এটি।
-
আউট শুভমন
১৯.১ ওভারে বোল্ড আউট শুভমন গিল। ৪৯ বলে ৬৭ রান। ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়তে পারলেন না। নতুন ব্যাটার রাহুল তেওয়াটিয়া।
-
-
১৮ ওভারে ১৪১/৩
১৮ ওভারে গুজরাটের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৪১।
-
গিলের অর্ধশতরান
প্রয়োজনের সময় ৪০ বলে অর্ধশতরানের গুরুত্বপূর্ণ ইনিংস শুভমন গিলের।
-
আউট হার্দিক
বড় শট খেলতে গিয়ে আউট হার্দিক। লং অনে স্যাম কারানের হাতে সহজ ক্যাচ। গুজরাট হারাল তৃতীয় উইকেট।
-
-
১০০ পার গুজরাটের
একশোর গণ্ডি পার করল গুজরাট টাইটান্স। অর্ধশতরানের দোরগোড়ায় শুভমন গিল।
-
আউট সাই সুদর্শন
পঞ্জাবকে ব্রেক থ্রু দিলেন অর্শদীপ সিং। আউট সাই সুদর্শন। ২০ বলে ১৯ রান। ১২ ওভার শেষে ৯১/২।
-
রেকর্ড অ্যালার্ট
আইপিএলে ২৫০০ রান ঋদ্ধিমান সাহার।
-
১০ ওভারে ৮০ রান
১০ ওভারে ১ উইকেট খুইয়ে ৮০ রান গুজরাট টাইটান্সের। ৬০ বলে ৭৪ রান প্রয়োজন।
-
৬ ওভারে ৫৬ রান
৬ ওভারে গুজরাটের স্কোর ৫৬/১।
-
রাবাডার ১০০
আইপিএলে ১০০ উইকেট কাগিসো রাবাডার। ঋদ্ধিমানকে ফিরিয়ে এই মরসুমের প্রথম এবং ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন।
-
ফিরলেন ঋদ্ধিমান
রাবাডার শর্ট বল স্ট্র্যাটেজিতে আউট ঋদ্ধিমান। ডিপ স্কয়্যার লেগে ধরা পড়লেন ম্যাথু শর্টের হাতে। ১৯ বলে ৩০ রান ঋদ্ধির। ৫টি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাটে। ৫ ওভার শেষে গুজরাট ৫২/১।
-
রান তাড়া শুরু
রান তাড়ায় নামলেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। বল হাতে অর্শদীপ সিং। ১৫৪ রানের লক্ষ্য।
-
এক নজরে
১. প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে পঞ্জাব তুলেছে ১৫৩ রান
২. বড় স্কোর গড়তে পারলেন না পঞ্জাবের কোনও ব্যাটার
৩. সর্বাধিক ৩৬ রান ম্যাথু শর্টের
৪. দুই ওপেনার প্রভসিমরন সিং ও শিখর ধাওয়ান দ্রুত ফেরেন
৫. গুজরাট জায়ান্টসের হয়ে অভিষেক হয়েছে ডান হাতি পেসার মোহিত শর্মার
৬. ২০২০ সালের পর আইপিএলে নেমে ২টি উইকেট নিলেন মোহিত
৭. ১ উইকেট নিলেও সবচেয়ে বেশি ৪৪ রান দিলেন মহম্মদ সামি
৮. জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ১৫৪ রান
-
রান আউট ঋষি
শেষ ওভারে আরও একটা রান আউট। শেষ বলে ২ রান নেওয়ার চেষ্টা। ঋদ্ধিমানের থ্রোয়ে আউট ঋষি ধাওয়ান। ২০ ওভারে ১৫৩/৮ পঞ্জাব কিংস।
-
রান আউট শাহরুখ
১৯.৪ ওভারে রান আউট হয়ে ফিরলেন শাহরুখ খান। সপ্তম উইকেট খোয়াল পঞ্জাব।
-
আউট কারান
স্যাম কারানকে ফেরালেন মোহিত শর্মা। দ্বিতীয় উইকেট মোহিতের। ২২ বলে ২২ রান করে ফিরলেন কারান।
-
১৮ ওভারে ১৩৬/৬
১৮ ওভারে পঞ্জাবের স্কোর ১৩৬/৬। ব্যাট চালাচ্ছেন স্যাম কারান, শাহরুখ খান।
-
আউট ভানুকা
ভানুকা রাজাপক্ষকে ফেরালেন আলজারি জোসেফ। ২৬ বলে ২০ রানের মন্থর ইনিংস। ছয় উইকেট হারাল পঞ্জাব।
-
১০০ পার
পঞ্জাবের স্কোর ১০০-র ঘর অতিক্রম করল।
-
১৫ ওভারে ৯৯/৪
১৫ ওভারে পঞ্জাবের স্কোর ৯৯/৪।
-
চতুর্থ উইকেটের পতন
উইকেট নিলেন মোহিত শর্মা। ২০২০ সালের পর প্রথমবার আইপিএল খেলতে নেমে সাফল্য। জীতেশ শর্মার বিরুদ্ধে আবেদন করেছিলেন শুধুমাত্র ঋদ্ধিমান সাহা। ইতস্তত করে দেরিতে হলেও রিভিউ নেন হার্দিক। তাতেই সাফল্য। আল্ট্রা এজে দেখা যায় ব্যাট কানা ছুঁয়েছে। চতুর্থ উইকেট খোয়াল পঞ্জাব।
-
১০ ওভারে ৭৫ রান
১০ ওভারে ৩ উইকেট খুইয়ে পঞ্জাবের খাতায় উঠেছে ৭৫ রান। ক্রিজে ভানুকা রাজাপক্ষে ও জীতেশ শর্মা।
-
তৃতীয় উইকেটের পতন
বল হাতে নেমেই সাফল্য রশিদ খানের। ২০২৩ মরসুমের প্রথম হ্যাটট্রিককারী বোলার ফেরালেন ম্যাথু শর্টকে। ২৪ বলে ৩৬ রান তাঁর। ৭ ওভারে পঞ্জাবের স্কোর ৫৯/৩।
-
পাওয়ার প্লে শেষ
প্রথম ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৫২/২। ক্রিজে ম্যাথু শর্ট ও ভানুকা রাজাপক্ষে।
-
ফিরলেন শিখর
গুজরাটকে দ্বিতীয় সাফল্য দিলেন জোশুয়া লিটল। মিড অনে শিখর ধাওয়ানের ক্যাচ আলজারি জোসেফের হাতে। ৮ বলে ৮ রান শিখরের। ৪ ওভারে ৩০/২।
-
দ্বিতীয় বলেই আউট
প্রথম ওভারের দ্বিতীয় বলে আউট প্রভসিমরন সিং। বিনা খাতা খুলেই উইকেট খোয়াল পঞ্জাব। সামির বলে সহজ ক্যাচ রশিদ খানের।
-
শুরু ম্যাচ
পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে প্রভসিমরন সিং এবং শিখর ধাওয়ান। বোলিংয়ের সূচনায় মহম্মদ সামি।
-
পঞ্জাব কিংস একাদশ
পঞ্জাবের একাদশে দুটো পরিবর্তন। নাথান এলিসের পরিবর্তে কাগিসো রাবাডা। সিকন্দর রাজার পরিবর্তে খেলছেন ভানুকা রাজাপক্ষে।
প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান, ম্যাথু শর্ট, ভানুকা রাজাপক্ষে, জীতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, ঋষি ধাওয়ান, অর্শদীপ সিং
সাবস্টিটিউট: অথর্ব তাইডে, রাহুল চাহার, সিকন্দর রাজা, গুরনুর ব্রার, হরপ্রীত ভাটিয়া
-
গুজরাট টাইটান্স একাদশ
গুজরাটের হয়ে অভিষেক হচ্ছে মোহিত শর্মার। একাদশে নেই যশ দয়াল।
ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ সামি, মোহিত শর্মা, জোশুয়া লিটল।
সাবস্টিটিউট: বিজয় শঙ্কর, শিবম মাভি, জয়ন্ত যাদব, অভিনব মনোহর, শ্রীকর ভরত
-
টস আপডেট
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
-
ফিরছেন লিভিংস্টোন!
পঞ্জাব কিংস শিবিরে বড় স্বস্তি, চোট সারিয়ে উঠছেন লিয়াম লিভিংস্টোন। তাঁকে খেলানোর সুযোগ হাতছাড়া করবে না পঞ্জাব।
Published On - Apr 13,2023 6:31 PM