IPL 2025: আইপিএলে ক্যাপ্টেন কে? প্রবল সমস্যায় দিল্লি ক্যাপিটালস!
IPL 2025, Delhi Capitals: ঋষভ পন্থ দল ছাড়ার পর লোকেশ রাহুলকে নেওয়াই হয়েছিল ক্যাপ্টেন্সি অপশন খোলা রাখার জন্য। প্রথম বছর থেকে আইপিএল খেললেও একবারও খেতাব জিততে পারেনি দিল্লি। যে কারণে এ বার খোলনলচে বদলে ফেলা হয়েছে। একঝাঁক নতুন প্লেয়ারের সঙ্গে নিয়ে আসা হয়েছে নতুন কোচিং স্টাফও।

কলকাতা: ইচ্ছে ছিল তাঁকেই দায়িত্ব দেওয়া। কিন্তু তিনি রাজি নন। বরং এবার খোলা মনে খেলতে চান। নিজেকে আরও বেশি কার্যকর করে তুলতে চান। আর সেই কারণেই তিনি দায়িত্ব নিতে এগিয়ে আসেননি। পরিস্থিতি যখন এমন, তখন কে নেবেন দায়িত্ব? প্রত্যাশিত ভাবেই এক সিনিয়র বসতে চলেছেন রাজধানীর মসনদে। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনের দায়িত্ব নিতে না চাওয়া লোকেশ রাহুলের পরিবর্ত হতে পারেন অক্ষর প্যাটেল। ১১ বছর আইপিএল খেলছেন গুজরাটের ছেলে। কিন্তু একবারই নেতার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই অক্ষরই এ বার দিল্লির সেরা বাজি। যদিও রাজধানীর ফ্র্যাঞ্চাইজি এখনও নতুন মরসুমের ক্যাপ্টেন ঘোষণা করেনি।
ঋষভ পন্থ দল ছাড়ার পর লোকেশ রাহুলকে নেওয়াই হয়েছিল ক্যাপ্টেন্সি অপশন খোলা রাখার জন্য। প্রথম বছর থেকে আইপিএল খেললেও একবারও খেতাব জিততে পারেনি দিল্লি। যে কারণে এ বার খোলনলচে বদলে ফেলা হয়েছে। একঝাঁক নতুন প্লেয়ারের সঙ্গে নিয়ে আসা হয়েছে নতুন কোচিং স্টাফও। কিন্তু যা ভাবা হয়েছিল, তা হচ্ছে না। যা খবর, তাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে রাজি নন রাহুল। যে কারণে অক্ষরই সেরা বিকল্প। অবশ্য অক্ষরকে সামনে রেখেই রিটেনশন লিস্ট প্রকাশ করেছিল দিল্লি। এমনিতেও অক্ষর এখন সাদা বলের ক্রিকেটে অত্যন্ত সফল ক্রিকেটার। ওয়ান ডে থেকে টি-টোয়েন্টি— তিনি দলে থাকা মানে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই দলের অপশন বেড়ে যায়। দিল্লি এই কারণেই অক্ষরের মতো কার্যকর ক্রিকেটারকেই নেতা হিসেবে সামনে এগিয়ে দিতে চাইছে।
একটি সূত্র জানাচ্ছে, ‘অক্ষর প্যাটেলকেই ক্যাপ্টেন হিসেবে তুলে ধরতে চাইছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কারণ, লোকেশ রাহুলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ও এ বার আর দলের দায়িত্ব সামলাতে চাইছে না। বরং প্লেয়ার হিসেবে দলে অবদান রাখতে চাইছে।’
আইপিএলে হাতে গোনা ম্যাচে ক্যাপ্টেন্সি করলেও অক্ষর কিন্তু ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। এতেই ব্যাপারটা শেষ হবে না। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ডেপুটিও ছিলেন। তাঁকে ভারতীয় টিমেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নতুন প্রজন্মে অক্ষরকেই মুখ বাছছে দিল্লি।





