Punjab Kings, IPL 2024 Auction: IPL নিলামে নাম বিভ্রাট, ভুল প্লেয়ারকে তুলে পঞ্জাবকে ডোবালেন প্রীতি জিন্টা

IPL 2024 Auction: বিভ্রাটে চরম ফাঁসল পঞ্জাব কিংস। তার থেকেও মজার বিষয় হল, যাঁর নাম শুনে হাত তুলেছিলেন প্রীতি জিন্টা (Preity Zinta), তাঁকে ভুল বলে বদলে নেওয়ার অনুরোধও রেখেছিলেন! সত্যিই নিলামে কত কি-ই না হয়। প্রীতির এই ঘটনায় পঞ্জাব কতটা খেসারত দেবে, সে তো পরের কথা। আপাতত মোবাইল মোবাইলে ঘুরছে প্রীতির শশাঙ্ক বদলের আর্জি।

Punjab Kings, IPL 2024 Auction: IPL নিলামে নাম বিভ্রাট, ভুল প্লেয়ারকে তুলে পঞ্জাবকে ডোবালেন প্রীতি জিন্টা
Punjab Kings, IPL 2024 Auction: IPL নিলামে নাম বিভ্রাট, ভুল প্লেয়ারকে তুলে পঞ্জাবকে ডোবালেন প্রীতি জিন্টাImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 7:10 PM

কলকাতা: এ যেন পাড়ার মুদির দোকান! ভুল জিনিস কিনে যেভাবে বদলে নেয় চেনা খদ্দের, ঠিক তেমনই আইপিএল নিলামে (IPL 2024 Auction) দেখা গেল। নাম বিভ্রাটে চরম ফাঁসল পঞ্জাব কিংস। তার থেকেও মজার বিষয় হল, যাঁর নাম শুনে হাত তুলেছিলেন প্রীতি জিন্টা (Preity Zinta), তাঁকে ভুল বলে বদলে নেওয়ার অনুরোধও রেখেছিলেন! সত্যিই নিলামে কত কি-ই না হয়। প্রীতির এই ঘটনায় পঞ্জাব কতটা খেসারত দেবে, সে তো পরের কথা। আপাতত মোবাইল মোবাইলে ঘুরছে প্রীতির শশাঙ্ক বদলের আর্জি।

প্রীতির ‘গলতি সে মিসটেক’ নিয়ে আলোচনা থামছেই না। ঘটনা ঠিক কী? দুবাইয়ে অ্যাক্সেলেরেটেড অকশনের সময় ভুল ক্রিকেটারকে কিনে বসেন প্রীতি। আসলে অ্যাক্সেলেরেটেড অকশনে দ্রুত দলগুলোকে হাত তুলতে হয় নিলামকারী প্লেয়ারের নাম বললেই। এই অ্যাক্সেলেরেটেড অকশনে মল্লিকা সাগর যখন শশাঙ্ক সিংয়ের নাম বলে। আগ্রহ দেখায় পঞ্জাব কিংস। যার ফলে আনক্যাপড ভারতীয় ক্রিকেটার শশাঙ্ক সিংকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কেনে পঞ্জাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রীতি ভুল বুঝতে পারেন। তাঁরা শশাঙ্ক সিং নামের অন্য ক্রিকেটারের জন্য বিড করতে চেয়েছিল।

প্রীতির পঞ্জাব নিজেদের ভুল ক্রিকেটার কেনার কথা বুঝতে পারার পর, নিলামকারী মল্লিকা সাগরের কাছে আবেদন জানান যে তাঁরা ভুল ক্রিকেটারকে কিনে ফেলেছে। ফলে তাঁকে ফের নিলামে ওঠার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটারকে নিলামে একবার বিক্রি করে দেওয়া হলে সেই সিদ্ধান্ত আর বদল করা সম্ভব নয়। যার ফলে একপ্রকার বাধ্য হয়ে ছত্তিশগড়ের ব্যাটিং অলরাউন্ডার শশাঙ্ক সিংকে নিতে বাধ্য হয় পঞ্জাব কিংস। এখন সোশ্যাল মিডিয়ায় প্রীতির কীর্তি ভাইরাল। ভুল করে শশাঙ্ককে কেনার ফলে তাঁকে ২০ লক্ষ টাকা পঞ্জাবকে দিতে হবে। কিন্তু তিনি যে পঞ্জাবের একাদশে সুযোগ পাবেন এই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।