MI vs DC IPL Match Result: অভিষেক-পৃথ্বী শো ব্যর্থ, আতঙ্ক কাটিয়ে মরসুমের প্রথম জয় মুম্বই ইন্ডিয়ান্সের
Mumbai Indians vs Delhi Capitals, আইপিএল 2024: 'শেষ' ওভারটাই যেন পার্থক্য গড়ে দিল। মুম্বই ইনিংসের শেষ ওভারে ৩২ রান তুলেছিলেন রোমারিও শেপার্ড।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয়ের খাতা খুলল মুম্বই ইন্ডিয়ান্স। অ্যাওয়ে ম্যাচে জোড়া হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়নদের। অবশেষে জয়ের স্বাদ। যদিও বিশাল রান তাড়ায় নেমে একটা সময় অবধি ম্যাচে টিকে ছিল দিল্লি ক্যাপিটালস। ‘শেষ’ ওভারটাই যেন পার্থক্য গড়ে দিল। মুম্বই ইনিংসের শেষ ওভারে ৩২ রান তুলেছিলেন রোমারিও শেপার্ড। মুম্বই জিতল ২৯ রানের ব্যবধানে। পৃথ্বী শো, অভিষেক পোড়েল এবং তরুণ ব্যাটার ত্রিস্তান স্টাবসের অনবদ্য ব্যাটিং সত্ত্বেও হেরেই মাঠ ছাড়তে হল পন্থদের।
এমন মুহূর্তেরই যেন অপেক্ষায় ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। গত কয়েক সপ্তাহ ধরে শুধুই বিতর্ক সঙ্গী ছিল মুম্বইয়ের। হার্দিকের ফেরা। রোহিতকে সরিয়ে তাঁকে নেতৃত্বে ফেরানো মেনে নিতে পারছিলেন না মুম্বই সমর্থকরা। মাঠেও এর প্রভাব পড়েছে। আমেদাবাদে এ মরসুমের প্রথম ম্যাচে নেমেছিল মুম্বই। টসের সময় থেকেই হার্দিক পান্ডিয়াকে বিদ্রুপ করা হয়। হায়দরাবাদে দ্বিতীয় ম্যাচেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। মরসুমের প্রথম হোম ম্যাচে ভালো কিছুর প্রত্যাশায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও রাজস্থান রয়্যালসের কাছে হার, পরিস্থিতি আরও কঠিন করে।
অবশেষে ঘরের মাঠেই জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। বোর্ডে ২৩৫ রানের বিশাল টার্গেট থাকলেও দিল্লি দুর্দান্ত জায়গায় ছিল। শুরুতে ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও পৃথ্বী শ এবং অভিষেক পোড়েল বিধ্বংসী ব্যাটিং করেন। পৃথ্বী ৪০ বলে ৬৬, অভিষেক ৩১ বলে ৪১ রান করেন। এরপর ত্রিস্তান স্টাবসের অবিশ্বাস্য ইনিংস। ২৫ বলে ৭১ রানের অপারিত ইনিংস খেলেন প্রোটিয়া তরুণ ব্যাটার। যদিও মিডল ও লোয়ার অর্ডার তাঁকে সঙ্গ দিতে পারেনি। ২০৫-৮ স্কোরেই ইতি দিল্লির।