IPL 2021 Orange Cap: গব্বরের দখলে আইপিএলের অরেঞ্জ ক্যাপ
জেনে নিন আইপিএলের (IPL) পনেরোটি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে এগিয়ে রয়েছেন কারা...
কলকাতা: আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে তাঁর দল। কিন্তু তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে শীর্ষে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ হয়েছে। এই ১৫ ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলেছেন ধাওয়ান। সেই ৪ ম্যাচে সবথেকে বেশি রান করেছেন তিনি। বুধবার আইপিএলের দুটি ম্যাচ হয়েছে। দিল্লি যদিও সেই দুটি ম্যাচের একটিতেও খেলেনি। কিন্তু ওই দুই ম্যাচের পরও, আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান আপাতত ধরে রেখেছেন দিল্লির ওপেনার ধাওয়ান।
এই পনেরোটি ম্যাচের নিরিখে বর্তমানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। এখনও পর্যন্ত ৪টি ম্যাচে ২৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গ্লেন ম্যাক্সওয়েল। তিনটি ম্যাচে তিনি করেছেন ১৭৬ রান। তিন নম্বরে রয়েছেন ৪ ম্যাচে ১৭৪ রান করা সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো। চার ম্যাচে ১৬৪ রান করে চেন্নাই সুপার কিংসের ফাফ দু প্লেসি রয়েছেন চার নম্বরে। শীর্ষে থেকে মরসুম শুরু করা কেকেআরের নীতিশ রানা রয়েছেন পাঁচ নম্বরে। তাঁর ব্যাট থেকে ৪ ম্যাচে এসেছে ১৬৪ রান।
আরও পড়ুন: IPL 2021 Purple Cap: আইপিএলের পনেরো ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?