IPL 2021 Purple Cap: আইপিএলের পনেরো ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?
আইপিএলের (IPL) পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে শীর্ষস্থান আপাতত ধরে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল।
কলকাতা: চলতি মরসুমে আইপিএলের (IPL) পনেরোটি ম্যাচ হয়ে গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। বুধবার আইপিএলের দুটি ম্যাচ হয়েছে। সেই দুটি ম্যাচের পরও, আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থান আপাতত ধরে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল।
১. এই পনেরোটি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির হার্ষাল প্যাটেল। ৩ ম্যাচে ১২ ওভারে ৬৯ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৯ উইকেট।
২. দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। ৪ ম্যাচে ১৫ ওভারে ১১০ রান দিয়েছেন চাহার। নিয়েছেন মোট ৮টি উইকেট।
৩. তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। ১০৩ রান দিয়ে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি।
৪. মুম্বই ইন্ডিয়ান্সের রাহুল চাহার রয়েছেন চার নম্বরে। ৪ ম্যাচে ১১৮ রান দিয়েছেন। তিনি নিয়েছেন ৮টি উইকেট।
৫. পাঁচ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। ৪ ম্যাচে ১১২ রান দিয়ে রাসেলের ঝুলিতে রয়েছে ৭ উইকেট।
আরও পড়ুন: IPL 2021 Points Table: আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে ধোনির চেন্নাই