IPL 2021 Points Table: আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে ধোনির চেন্নাই

আইপিএলের (IPL) পনেরো ম্যাচের পর পয়েন্ট টেবলে কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন...

IPL 2021 Points Table: আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে ধোনির চেন্নাই
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 3:55 PM

কলকাতা: বুধবার আইপিএলের (IPL) ডাবল ব্লাস্টার ম্যাচ হয়েছে। একদিকে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস (Punjab Kings) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অন্যদিকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কেএল রাহুলদের ৯ উইকেটে হারিয়ে, ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ওয়ার্নাররা। হারের হ্যাটট্রিকের পর প্রথম জয় অরেঞ্জ আর্মির। মুম্বইয়ে বিশ্বকাপজয়ী দুই অধিনায়কের দলের লড়াইটা ছিল একেবারে অন্যরকম। সিএসকে বনাম কেকেআরের টানটান ম্যাচে শেষ পর্যন্ত ধোনিদের জয় ১৮ রানে। একদিকে চেন্নাইয়ের জয়ের হ্যাটট্রিক, অপরদিকে নাইটদের হারের হ্যাটট্রিক। আইপিএলে এখনও পর্যন্ত মোট পনেরোটি ম্যাচ হয়েছে। জেনে নেওয়া যাক এই পনেরোটি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

এই পনেরোটি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.১৪২। দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.৭৫০। এবিডিরা একটি ম্যাচ কম খেলেছেন ধোনিদের থেকে। তৃতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৪২৬। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে চার নম্বরে। মুম্বইয়ের নেট রান রেট +০.১৮৭। পাঁচ থেকে আট নম্বরে রয়েছে যথাক্রমে — সানরাইজার্স হায়দরাবাদ (নেট রান রেট -০.২২৮), কলকাতা নাইট রাইডার্স (নেট রান রেট -০.৭০০), রাজস্থান রয়্যালস (নেট রান রেট -০.৭১৯), এবং লিগ তালিকার সব থেকে নীচে পঞ্জাব কিংস (নেট রান রেট -০.৮২৪)।

আরও পড়ুন: প্যাট কামিন্সের এক ওভারে ৩০ নিয়ে উচ্ছ্বসিত আইপিএল দুনিয়া