IPL 2023, Purple Cap: পার্পল ক্যাপ দখলে চাহাল-রশিদের মধ্যে জোর টক্কর
IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ২৩টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...
কলকাতা: রবিবাসরীয় আইপিএলে ছিল ডবল হেডার (IPL 2023)। দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স এদিন পেল তাদের দ্বিতীয় সেঞ্চুরিয়ন। ভেঙ্কটেশ আইয়ারের শতরান সত্ত্বেও বোলারদের ব্যর্থতায় মুম্বইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই গুজরাট জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের মধ্য়ে। ম্যাচটি ৩ উইকেটে জিতে নিয়েছে রাজস্থান। এই ফলাফলে পয়েন্ট টেবলে বদল হয়েছে। একইসঙ্গে পার্পল ক্য়াপের (Purple Cap) তালিকায় কী কোনও পরিবর্তন এসেছে? বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে দেখে নিন।
পার্পল ক্যাপের দৌড়ে প্রথম থেকেই ছুটছিলেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড। এরপর উডকে ধরে ফেলেন এবং পার্পল ক্যাপের তালিকায় তাঁকে টপকে যান যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের লেগ স্পিনারকে ছাপিয়ে উড ফের একবার শীর্ষে উঠে এসেছিলেন। রবিবারের ম্যাচের পর আরও একবার চাহালের মাথায় উঠল বেগুনি টুপি। গুজরাট জায়ান্টের বিরুদ্ধে একটি উইকেট নিয়েছেন চাহাল। মোট ১১টি উইকেট নিয়ে আপাতত পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে তিনি। শীর্ষস্থানের জন্য জোর লড়াই চলছে চাহাল-রশিদ খান এবং মার্ক উডের মধ্যে। তিনজনেরই উইকেট সংখ্যা এখন ১১। চাহাল ও রশিদ পাঁচটা করে ম্যাচ খেলেছেন। উড খেলেছেন ৪টি ম্যাচ। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান লেগ স্পিনার। উডের স্থান তৃতীয়তে।
পার্পল ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে চাহাল, রশিদ ছাড়াও রয়েছেন আরও এক লেগ স্পিনার। রবি বিষ্ণোই। লখনউ সুপার জায়ান্টসের তরুণ স্পিনারের ঝুলিতে এখনও পর্যন্ত ৮টি উইকেট। পার্পল ক্যাপের তালিকায় ৪ নম্বরে রয়েছেন রবি। ৮টি উইকেটের মালিক গুজরাট জায়ান্টসের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। রবিবারের ম্যাচের পর পাঁচ নম্বরে উঠে এসেছেন সামি। নির্ধারিত ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। গতকালের এই পারফরম্য়ান্সে প্রথম পাঁচে প্রবেশ করেছেন সামি।