IPL 2023 Points Table: সুপার সানডে-তে বিরাটের আরসিবি ও রোহিতদের মুম্বইয়ের অগ্নিপরীক্ষা
IPL 2023, Playoff : আজ রবিবার রয়েছে ডাবল হেডার এবং চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ২টি ম্যাচ। আজ ঠিক হয়ে যাবে প্লে অফে ওঠা চতুর্থ দল হবে কারা। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬৮টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...
কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয়, হাড্ডাহাড্ডি লড়াই মিলিয়ে চলতি আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। আর এই জমজমাটি আইপিএলের গ্রুপ পর্ব আজ শেষ হবে। বাকি মাত্র ২টি ম্যাচ। তা হলেই পাওয়া যাবে এ বারের প্লে অফে ওঠা চতুর্থ দলকে। ইতিমধ্যেই প্রথম তিন দল নিশ্চিত হয়ে গিয়েছে। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স প্লে অফে ওঠা প্রথম দল। আইপিএলের প্লে অফে ওঠা দ্বিতীয় ও তৃতীয় দল যথাক্রমে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১৬তম আইপিএলের ৬৮টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকে পয়েন্ট টেবলে (Points Table)। এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের ৬৮টি ম্যাচের পর পয়েন্ট টেবলে একবার চোখ বুলিয়ে নিন। বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৬৮টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. আজ গতবারের চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এ বারের আইপিএলের প্লে অফ নিশ্চিত করা প্রথম দল গুজরাট। আজ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাইবে হার্দিকের দল। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৯টি জয়, ৪টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট +০.৮৩৫। পয়েন্ট ১৮।
২. আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৮টি জয় ও ৫টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৭। নেট রান রেট +০.৬৫২। শনিবার দিল্লিকে হারিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করে নিয়েছে ধোনির দল।
৩. লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচে খেলে ৮টি জয় ও ৫টি হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.২৮৪। পয়েন্ট ১৭। চেন্নাইয়ের মতো লখনউ শনিবার প্লে অফের যোগ্যতা অর্জন করে নিয়েছে।
৪. আপাতত আইপিএলের লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে আরসিবি। মুম্বইয়ের সঙ্গে একই পয়েন্ট থাকলেও আরসিবির নেট রান রেট ভালো। এখনও অবধি এই আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৬টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট +০.১৮০। আরসিবির মোট পয়েন্ট ১৪। প্লে অফের দৌড়ে রয়েছে ব্যাঙ্গালোর। আজ বিরাটদের হারাতে হবে হার্দিকের গুজরাটকে। তা হলে প্লে অফের টিকিট পাবেন বিরাটরা।
৫. পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলের গ্রুপ পর্বে ১৪টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৭টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.১৪৮। রাজস্থানের পয়েন্ট ১৪। আরসিবি ও মুম্বই আজ হেরে গেলে রাজস্থানের প্লে অফে ওঠার একটা সুযোগ থাকছে।
৬. পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আজ রোহিতদের সামনে প্লে অফে ওঠার সুযোগ রয়েছে। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৭টি জয় ও ৬টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.১২৮। পয়েন্ট ১৪। যেহেতু নেট রানরেটে আরসিবির থেকে পিছিয়ে রয়েছে মুম্বই, তাই প্লে অফে ওঠার জন্য অঙ্ক রয়েছে রোহিতের দলের। আরসিবি যদি গুজরাটের বিরুদ্ধে হারে আর মুম্বই যদি হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে তবেই প্লে অফে উঠবে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
৭. ইডেনে নিজেদের শেষ ম্যাচ হেরে আপাতত লিগ টেবলের ৭ নম্বরে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। এ বারের আইপিএলের গ্রুপ পর্বে ১৪টি ম্যাচে খেলে ৬টি জয় ও ৮টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.২৩৯। পয়েন্ট ১২। প্লে অফের স্বপ্নভঙ্গ হয়েছে কেকেআরের।
৮. লিগ টেবলের ৮ নম্বরে থেকে এ বারের আইপিএল শেষ করল পঞ্জাব কিংস। শিখর ধাওয়ানের দল এ বারের আইপিএলে ১৪টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে ও ৭টিতে হেরেছে। প্রীতির পঞ্জাবের পয়েন্ট ১২। নেট রান রেট -০.৩০৪।
৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে থেকে এ বারের আইপিএল শেষ করল ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এ বার গ্রুপ পর্বে ১৪টি ম্যাচে খেলে ৫টিতে জিতেছে ও ৯টিতে হেরেছে। দিল্লির নেট রান রেট -০.৮০৮। পয়েন্ট ১০। হায়দরাবাদ আজ জিতলে ৯ নম্বরে চলে আসতে পারে।
১০. লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামবে হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ১৩টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৯টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৫৫৮।