IPL 2023 Purple Cap: তুষারের ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন সিরাজ, জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৪৩টি ম্যাচ হয়েছে। সোমবার ছিল লখনউ বনাম আরসিবি ম্যাচ। সেই ম্যাচে মহম্মদ সিরাজের কাছে সুযোগ ছিল তুষার দেশপান্ডেকে টপকে যাওয়ার। আজ রয়েছে গুজরাট বনাম দিল্লি ম্যাচ। তার আগে জেনে নেওয়া যাক এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা।

IPL 2023 Purple Cap: তুষারের ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন সিরাজ, জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই
IPL 2023 Purple Cap: তুষারের ঘাড়ের কাছে শ্বাস ফেলছেন সিরাজ, জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াইImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 9:30 AM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে এখনও অবধি ৪৩টি ম্যাচ হয়েছে। ৩১ মার্চ শুরু হয়েছে এ বারের আইপিএল। আগামী মে মাসের ২৮ তারিখ অবধি চলবে ভারতের এই কোটিপতি লিগ। আইপিএল (IPL) চলাকালীন সকল ক্রিকেট প্রেমীরা কমবেশি নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপেও নজর থাকে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে। এ বারের বেগুনি টুপি আপাতত রয়েছে সিএসকের তুষার দেশপান্ডের দখলে। তাঁর ঠিক পরেই রয়েছেন আরসিবির তারকা মহম্মদ সিরাজ। আজ, মঙ্গলবার রয়েছে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের (GT vs DC) ম্যাচ। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও অবধি তিনি এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে ১৭টি উইকেট নিয়েছেন। ৩৩.২ ওভার বল করে ৩৬৯ রান খরচ করেছেন তিনি।

২) পার্পল ক্যাপের লড়াইয়ে তুষারকে টেক্কা দেওয়ার দৌড়ে বাকিদের থেকে এগিয়ে রয়েছেন আরসিবির মহম্মদ সিরাজ। এই তালিকায় ২ নম্বরে রয়েছেন তিনি। এখনও অবধি ১৬তম আইপিএলে ৯টি ম্যাচে খেলে ৩৫ ওভারে ২৫৮ রান খরচ করে ১৫টি উইকেট নিয়েছেন সিরাজ।

৩) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৫টি। ৯ ম্যাচে ৩৩ ওভারে ২৯৫ রান দিয়ে ১৫টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার। তিনি রয়েছেন ৩ নম্বরে।

৪) বেগুনি টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৮টি ম্যাচে খেলে মোট ৩২ ওভার বল করে ২৮০ রান দিয়ে ১৪টি উইকেট নিয়েছেন। আজ তাঁর সামনে সুযোগ রয়েছে উইকেট সংখ্যা বাড়ানোর।

৫) এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন। এখনও অবধি তিনি ৯টি ম্যাচে খেলে ৩৬ ওভার বল করে ২৬০ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন।

৬) পার্পল ক্যাপের দৌড়ে ছয় নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযুষ চাওলা। এখনও অবধি এ বারের আইপিএলে ৮ ম্যাচে খেলে ৩১ ওভার বল করে ২২৬ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

৭) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৭ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ৯ ম্যাচে খেলে ৩২ ওভার বল করে ২৪০ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন।

৮) আজ মহম্মদ সামির কাছে সুযোগ রয়েছে পার্পল ক্যাপের দৌড়ে উন্নতি করার। চলতি আইপিএলে তিনি ৮টি ম্যাচে খেলে ৩১ ওভার বল করে ২৩৬ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে ৮ নম্বরে।

৯) এই তালিকার নয় নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৯ ম্যাচে খেলে তিনি ৩৩.৪ ওভার বল করে ২৮১ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

১০) পার্পল ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের রবি বিষ্ণোই। ৯ ম্যাচে ৩৪.৩ ওভার বল করে ২৬৮ রান দিয়ে তিনি নিয়েছেন ১২টি উইকেট।

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া