Virat-Ruturaj: বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে কেমন লাগছে? ঋতুরাজ বলছেন…

India tour of Zimbabwe: হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ম্যাচে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় ব্যাটারদের জন্য। ক্যাপ্টেন শুভমন গিল এবং লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াই করেন। তিনে নেমে ঋতুরাজও হতাশ করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বছরের পর বছর দেশের হয়ে তিন নম্বরে ব্যাট করেছেন বিরাট কোহলি।

Virat-Ruturaj: বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে কেমন লাগছে? ঋতুরাজ বলছেন...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 09, 2024 | 11:47 PM

জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। শুভমন গিলের নেতৃত্বে তরুণ দল পাঠিয়েছে বোর্ড। সহ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কাল তৃতীয় টি-টোয়েন্টি। হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল ভারতের। সেই ধাক্কা পরের ম্যাচেই কাটিয়ে উঠেছে ভারত। বিশাল ব্যবধানে জিতেছে দ্বিতীয় ম্যাচে। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। কেমন লাগছে বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে?

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ম্যাচে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় ব্যাটারদের জন্য। ক্যাপ্টেন শুভমন গিল এবং লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াই করেন। তিনে নেমে ঋতুরাজও হতাশ করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বছরের পর বছর দেশের হয়ে তিন নম্বরে ব্যাট করেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটে জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছেন। ঋতুরাজ ধারাবাহিক পারফর্ম করতে পারলে, বিরাটের জায়গা হয়তো তাঁরই। ঋতুরাজ অবশ্য মনে করেন না, বিরাট কোহলির জায়গা তিনি শুধু নন, কেউই নিতে পারবে না।

জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির আগে সাংবাদিক সম্মেলনে ঋতুরাজ গায়কোয়াড় বলেন, ‘খুব বড় একটা বিষয়। আর আমার মনে হয় না এখনই এটা নিয়ে বলার সময় এসেছে। বিরাটের সঙ্গে তুলনা, তাঁর জুতোয় পা গলানোর চেষ্টা, এগুলো কল্পনা করাই খুব কঠিন কাজ। আইপিএলের সময়ও একটা কথা বলেছিলাম, কারও জায়গা ভরাট করা খুবই কঠিন। অবশ্যই কেরিয়ারের শুরুটা ভালো করতে চাই। প্রত্যেকেই চায়। তবে নিজের মতো খেলতে চাই। এই মুহূর্তে সেটাই গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ ধরে ভাবছি। টিমের জন্য অবদান রাখাই ফোকাস। কোন পজিশনে ব্যাট করছি, সেটা বড় কথা নয়, টিমের জন্য অবদান রাখতে পারলেই হবে।’