Virat Kohli: পরিবারের সঙ্গে লন্ডনে, স্বপ্নের বাড়ির অন্দরমহল দেখালেন বিরাট কোহলি
Virat Kohli Dream House: গত বৃহস্পতিবার দেশে পৌঁছেছে ভারতীয় দল। দিনভর সেলিব্রেশন চলেছে। সেই রাতেই লন্ডন রওনা দেন বিরাট কোহলি। আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের দায়িত্ব পালন পূর্ণ করেই পরিবারের কাছে চলে যান বিরাট। তিনি লন্ডনেই রয়েছেন পরিবারের সঙ্গে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সপ্তাহ কেটে গিয়েছে। ভারতীয় ক্রিকেটে শুরু হল নতুন অধ্যায়। ভারতের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। এমনটাই প্রত্যাশিত ছিল। বিশ্বকাপ জিতে ভারতীয় টিম আটকে ছিল বার্বাডোজেই। গত বৃহস্পতিবার দেশে পৌঁছেছে ভারতীয় দল। দিনভর সেলিব্রেশন চলেছে। সেই রাতেই লন্ডন রওনা দেন বিরাট কোহলি। আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের দায়িত্ব পালন পূর্ণ করেই পরিবারের কাছে চলে যান বিরাট। তিনি লন্ডনেই রয়েছেন পরিবারের সঙ্গে। স্ত্রী অনুষ্কা, দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পেয়েছেন। এর মাঝেই তাঁর স্বপ্নের বাড়ি দেখালেন বিরাট কোহলি।
লন্ডনে বাড়ি রয়েছে বিরাটের। তিনি নিজে দিল্লির ছেলে। তবে থাকতেন মুম্বইতে। অ্যাপার্টমেন্ট রয়েছে মুম্বইতে। বিরাট অবশ্য় স্বপ্নের বাড়ি বানিয়েছেন আলিবাগে। স্বপ্নের বাড়ির এক বছরের সফর ৬২ সেকেন্ডের একটি ভিডিয়োতে পোস্ট করেছেন বিরাট কোহলি। বাড়ির বাইরে থেকে ইন্টিরিয়র ডিজাইন, সমস্তটাই দেখালেন বিরাট কোহলি। কিছুদিন আগেও জল্পনা চলছিল, বিরাট কোহলি পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে লন্ডনেই থাকবেন। যদিও এই ভিডিয়োর পর যেন একটা বিষয় পরিষ্কার, বিরাট তাঁর স্বপ্নের বাড়িতে কাটাবেন।
আলিবাগে বিরাটের স্বপ্নের বাড়ি। ক্যাপশনে লিখেছেন, ‘এই বাড়িটা বানানোর অভিজ্ঞতা দুর্দান্ত। সব কিছু ঠিকঠাক হওয়ায় এখন দারুণ অনুভূতি হচ্ছে। আমার স্বপ্নের বাড়িকে বাস্তবে যারা রূপ দিয়েছেন, তাদের অশেষ ধন্যবাদ। ভালোবাসার মানুষদের সঙ্গে এখানে প্রতিটা মুহূর্ত কাটানোর অপেক্ষায় রয়েছি।’
View this post on Instagram