Jasprit Bumrah’s Surgery: বুমরার পিঠের অস্ত্রোপচার সফল, বিশ্বকাপে খেলতে পারবেন তো?

অস্ত্রোপচারের জন্য আইপিএল খেলতে পারবেন না এটা নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই। জসপ্রীত বুমরার পিঠে সফল অস্ত্রোপচারের পর জানিয়ে দেওয়া হল, কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি।

Jasprit Bumrah's Surgery: বুমরার পিঠের অস্ত্রোপচার সফল, বিশ্বকাপে খেলতে পারবেন তো?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 1:00 PM

কলকাতা: ভারতীয় দলের পেস তারকা জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পিঠে সফল অস্ত্রোপচার করা হল। অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডে গিয়েছেন বুমরা। ক্রাইস্টচার্চের বিখ্যাত অর্থোপেডিক সার্জেন ডা. রোবেন স্টাউটনের তত্ত্বাবধানে সার্জারি হয়েছে তাঁর। চোটের জন্য গতবছরের সেপ্টেম্বর থেকে বাইশ গজ থেকে দূরে রয়েছেন চোটের কারণে। সার্জারির (Bumrah Surgery) ধাক্কা সামলে সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও সময় লাগবে। এদিকে ঘরের মাঠে অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup)। ততদিনে সুস্থ হয়ে আদৌ মাঠে নামতে পারবেন বুম বুম? এই প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে। ওডিআই বিশ্বকাপে বুমরাকে পেতে তড়িঘড়ি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই (BCCI)। বুমরাকে নিয়ে বোর্ডের পরিকল্পনা আদৌ সফল হবে? সুস্থ হয়ে কতদিনের মধ্যে মাঠে নামতে পারবেন তিনি? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

দীর্ঘদিন ধরে পিঠের চোট ভোগাচ্ছে বুমরাকে। গতবছরের ইংল্যান্ড সফরে পিঠের পুরনো চোট চাগাড় দিয়ে উঠেছিল। এরপর সুস্থ হয়ে ২০২২ সালে সেপ্টেম্বর মাস জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। চোট বেগ দেওয়ায় বুমরাকে আর খেলানোর ঝুঁকি নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি বুমরা। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর সিরিজেও তাঁকে পায়নি টিম ইন্ডিয়া। আইপিএল খেলার সম্ভাবনা উঁকি দিলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আসন্ন মরসুমে মাঠে নামার হচ্ছে না তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও ছয়মাস লাগবে। তার আগে বাইশ গজে পা রাখতে পারবেন না। অর্থাৎ, আগামী অগস্ট মাস নাগাদ মাঠে নামতে পারবেন তিনি।

এতেই বুমরার ওডিআই বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা শুরু হয়েছে। অগস্ট মাসে অনুশীলন শুরু করলেও পর কবে নাগাদ প্রতিযোগিতমূলক ম্যাচ খেলতে পারবেন তার নিশ্চয়তা নেই। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা বুমরাকে সরাসরি ওডিআই বিশ্বকাপে খেলানোর ঝুঁকি কি নেবে ভারতীয় বোর্ড?