T20 World Cup 2021: এখনও কাজ শেষ হয়নি, বলছেন নিস্যাম

ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় প্রথম তিনের মধ্যে থাকবেন জিমি নিস্যাম। বল হাতে যেমন সাফল্য পান, তেমনই ব্যাট হাতে টিমকে অল্প বল খেলে বেশি রান উপহার দিয়ে যান। নিস্যামের জন্যই নিউজিল্যান্ডের ব্যাটিং গভীরতা বেশি।

T20 World Cup 2021: এখনও কাজ শেষ হয়নি, বলছেন নিস্যাম
T20 World Cup 2021: এখনও কাজ শেষ হয়নি, বলছেন নিস্যাম
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 11:53 AM

দুবাই: ১১ বলে ২৭ রানের দুরন্ত ইনিংসটা ঘোর এখনও কাটেনি। ড্যারেল মিচেল যতই ম্যাচ জেতানো নট আউট ৭২ করুন, তাঁর ইনিংসটাকেই বলা হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। ক্রিস জর্ডনের ওই ওভারটা যদি তছনছ করে না দিতেন, তাহলে ম্যাচে ফেরা হতোনা নিউজিল্যান্ডের। শুধু তাই নয়, ম্যাচটা হয়তো জিততে পারতেন না কেন উইলিয়ামসনরা। জিমি নিস্যামের (Jimmy Neesham) ওই বিস্ফোরক ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে বদলায় ম্যাচে তিনিই ফারাক করে দিয়েছিলেন।

নিস্যামের খুনখারাপি ইনিংসের ছবি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে। তা দেখে কিউয়ি ক্রিকেটার নিজেই লিখেছেন, ‘কাজ কি শেষ হয়ে গেল? আমার তা মনে হচ্ছে না!’

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচেও নিস্যাম দুরন্ত খেলেছিলেন। ম্যাচটা হারার পর যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটার। ওখান থেকেই বোধহয় নতুন করে পথচলা শুরু হয়েছিল উয়িলিয়ামসনদের। চলতি বছর ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়া। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে পড়া। নিউজিল্যান্ডের সাফল্যের অন্যতম কারণ নিস্যামদের মতো অলরাউন্ডার। যাঁরা প্রয়োজনের সময় ঠিক কাজটা করে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে চেনা ভূমিকাতেই দেখা গিয়েছে নিস্যামকে। ফাইনালেও একই কাজ আরও একবার করে দেখাতে চান তিনি।

ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় প্রথম তিনের মধ্যে থাকবেন জিমি নিস্যাম। বল হাতে যেমন সাফল্য পান, তেমনই ব্যাট হাতে টিমকে অল্প বল খেলে বেশি রান উপহার দিয়ে যান। নিস্যামের জন্যই নিউজিল্যান্ডের ব্যাটিং গভীরতা বেশি। ইংল্যান্ড ম্যাচের নিস্যাম অবশ্য নেমেছিলেন পুরনো যন্ত্রণা ভুলতে। তিন বছর আগে ওয়ান ডে বিশ্বকাপ হারার পর থেকেই বোধহয় পুরো নিউজিল্যান্ড টিম নতুন করে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছিল। তাই দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে পড়েছেন উইলিয়ামসনরা। কাপ জিততে বাকি আর একটা ম্যাচ। কিউয়িদের আত্মবিশ্বাস এখন এতটাই তুঙ্গে যে, ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা পাকিস্তান যেই হোক না কেন, বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবেন। আর তাই নিস্যামের মতো ক্রিকেটাররা বলছেন, কাজ এখনও শেষ হয়নি!