বছর শেষে স্মিথকে টপকে এক নম্বরে উইলিয়ামসন
টানা ৫ বছর আইসিসির টেস্ট ক্রমতালিকায় প্রথম দু'য়ে থাকলেন বিরাট কোহলি।
TV9 বাংলা ডিজিটাল: টানা ৫ বছর আইসিসির টেস্ট ক্রমতালিকায় প্রথম দু’য়ে থাকলেন বিরাট কোহলি। এবছরও দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করলেন রানমেশিন। তবে কোহলি ও স্মিথকে টপকে আইসিসির টেস্ট ক্রমতালিকার শীর্ষে থেকেই বছর শেষ করলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
?? Mitchell Starc enters top five ?? R Ashwin jumps to No.7 ?? Jasprit Bumrah becomes No.9
Latest update in the @MRFWorldwide ICC Test Rankings ? https://t.co/OMjjVwOboH pic.twitter.com/RLU1nMpfoV
— ICC (@ICC) December 31, 2020
পিতৃত্বকালীন ছুটি নিয়ে অ্যাডিলেড টেস্টের পরই দেশে ফেরেন বিরাট কোহলি। অন্যদিকে মেলবোর্ন টেস্টে দুটি ইনিংসেই ব্যর্থ হন স্টিভ স্মিথ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করার সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এলেন কেন উইলিয়ামসন। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ০ এবং দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন স্মিথ। ফলে দু’ধাপ নীচে নেমে ক্রমতালিকায় ৩ নম্বরে থেকেই বছর শেষ করলেন স্টিভ স্মিথ। ৫ বছর আগে শেষবার ক্রমতালিকার শীর্ষে থেকে বছর শেষ করেছিলেন কেন উইলিয়ামসন।
আরও পড়ুন:নতুন চুক্তিতে সই করেও সোনির মন পড়ে বাগানে
অন্যদিকে মেলবোর্ন টেস্টে শতরানের সুবাদে প্রথম দশে ঢুকে পড়লেন অজিঙ্কা রাহানে। ৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে থেকে বছর শেষ করলেন ভারতের স্ট্যান্ড ইন অধিনায়ক। বোলারদের ক্রমতালিকায় ৭ নম্বরে থেকে বছর শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে ৯ নম্বরেই থাকলেন জশপ্রীত বুমরা। অলরাউন্ডারদের ক্রমতালিকায় ৩ নম্বরে থেকেই বছর শেষ করলেন রবীন্দ্র জাদেজা।