Jason Roy: পদবি ‘রয়’, পাঞ্জাবি পরিয়ে ভিনদেশীকে বাঙালি বানানোর ব্যর্থ চেষ্টা নাইটদের

কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ের বড় ভরসা জেসন রয়। রানের মধ্যে রয়েছেন। তাঁকে বাঙালি বানিয়ে দেওয়ার চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের।

Jason Roy: পদবি 'রয়', পাঞ্জাবি পরিয়ে ভিনদেশীকে বাঙালি বানানোর ব্যর্থ চেষ্টা নাইটদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 1:11 PM

কলকাতা: কোনও এক অজ্ঞাত কারণে কলকাতা নাইট রাইডার্স (KKR) টিমে দীর্ঘদিন ধরে ব্রাত্য বাঙালি ক্রিকেটাররা। প্রতিবারই অকশনে নাম না জানা ক্রিকেটারদের জন্য ঝাঁপায় কেকেআর। কিন্তু বাংলার ক্রিকেটাররা যেন ব্রাত্য কেকেআর টিমে (IPL 2023)। চলতি বছরেও তার অন্যথা হয়নি। তবে বাংলাদেশের সাকিব আল হাসান এবং লিটন দাসকে দলে নিয়ে বাঙালি সেন্টিমেন্ট আদায় করে নিতে চেয়েছিল কেকেআর। সাকিব তো খেলতেই এলেন না। লিটনও এক ম্যাচ খেলে আর সুযোগ না পেয়ে দেশে ফিরেছেন। আদৌ আর আইপিএল খেলার জন্য ফিরবেন কি না সন্দেহ। লিটনের বিদায়ের পর কেকেআর পুরোপুরি বাঙালি শূন্য। এই ফাঁকে জেসন রয়কে বাঙালি বানানোর ব্যর্থ প্রচেষ্টা কেকেআর টিমের। কলকাতা টিমে বাঙালি বিতর্কে এক অদ্ভুত সাফাই দেওয়া হয়েছে কেকেআর টিমের তরফে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নামের পিছনে ‘রয়’ পদবি থাকলেও জেসন রয় কোনওভাবেই বাঙালি নন। কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ছাড়া বাংলার সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক নেই তাঁর। তবে রয় পদবি হওয়ায় জেসনকে নিয়ে অনেকেই মজার ছলে প্রশ্ন করেছেন, তিনি কি বাঙালি? একটি পোস্টের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়েছে কেকেআরের সোশ্যাল মিডিয়া টিম। জেসন রয়ের ছবির উপরে লেখা ‘রয় দা’। ক্যাপশনে লেখা, “আমরা এমনি এমনি রয় দা বলি না। সবাই আমাদের জিজ্ঞেস করছে, জেসন রয় বাঙালি কি না। কেকেআর টিমের প্রত্যেকেই বাঙালি।” আদতে জেসন রয় হলেন ইংল্যান্ডের ক্রিকেটার। এ রাজ্যের প্রতিটি পাড়ায় কম করে পাঁচটি করে রয় পদবিধারী বাস করলেও জেসন রয় মোটেও বাঙালি নন। ২১ জুলাই ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে বাবা-মার সঙ্গে চলে আসেন ইংল্যান্ডে।

সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দাদের মতো কয়েকজন বাঙালি ক্রিকেটারকে কেকেআরের জার্সি গায়ে চড়াতে দেখা গিয়েছে। ঋদ্ধি বহুদিন কেকেআর টিমে ব্রাত্য। শেষবার খেলেছিলেন ২০১০ সালে। বর্তমানে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন ঋদ্ধি। কিপার ব্যাটার অভিষেক পোড়েল খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বাংলার ক্রিকেটার আকাশদীপ, মহম্মদ সামি বা মুকেশ কুমারও কেকেআর টিমের সদস্য নন।