Krunal Pandya: চার থেকে পাঁচটা মাসেই বদলে গেলেন ক্রুণাল, হায়দরাবাদ-বধের রহস্য ফাঁস
আইপিএল ২০২৩-এর দশম ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের তারকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া বল এবং ব্যাট উভয় হাতেই ধ্বংসলীলা চালিয়েছেন। তিনটি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৪ রানের শক্তিশালী ইনিংসও খেলেন। এই শক্তিশালী পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
লখনউ: আইপিএল ২০২৩-এর দশম ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের তারকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া বল এবং ব্যাট উভয় হাতেই ধ্বংসলীলা চালিয়েছেন। তিনটি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৪ রানের শক্তিশালী ইনিংসও খেলেন (IPL 2023)। এই শক্তিশালী পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ক্রুনাল চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাটিংয়ে তিনি ২৩ বলে ৩৪ রানের একটি ইনিংস খেলেন (Krunal Pandya)। ইনিংসে ৪টি চার এবং ১টি দুর্দান্ত ছক্কাও হাঁকিয়েছেন। এই পারফরম্যান্সের ক্রুনাল ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। জয়ের পর সানরাইজার্স হায়দরাবাদ-বধের রহস্য ফাঁস করেছেন ক্রুণাল। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
পান্ডিয়া জানিয়েছেন, বিরতির সময় তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। যা এখন প্রতিফলিত হচ্ছে। জয়ের পর ক্রুনাল বলেন, “আমার জন্য খুব ভালো একটি ভালো দিন ছিল। আমি উইকেট নিতে এবং রান করতে পেরে খুব খুশি। সবকিছুই আজ স্পেশাল ছিল। তিনি বলেন, ‘আমি জানতাম যে সানরাইজার্স দলে অনেক ডানহাতি ব্যাটার আছে এবং আমাকে শুরুর দিকে বল করতে হবে। যখন নিজেকে নিয়ে এতটা স্পষ্ট থাকি, তখন পারফরম্যান্স ভালো হতে বাধ্য। গত চার-পাঁচ মাস ধরে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম। আমি আমার দক্ষতা, বিশেষ করে আমার বোলিং এবং অ্যাকশন নিয়ে কঠোর পরিশ্রম করেছি। আমার ব্যাটিংটাও উপভোগ করছি।”
A rock-solid partnership ??? the field is the secret of @krunalpandya24‘s success ?? it ??#LSGvSRH | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/zGDQxi6Rvr
— Lucknow Super Giants (@LucknowIPL) April 7, 2023
চতুর্থ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই মার্করামকে ক্লিন বোল্ড করেন ক্রুণাল পান্ডিয়া। তার আগেই ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন ক্রুণাল। পরপর দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে হায়দরাবাদকে বিপাকে ফেলে দেন পান্ডিয়াদের বড় ভাই। লখনউয়ের স্পিনার এদিনের ম্যাচে সবচেয়ে সফল প্রমাণিত হয়েছেন। ৪ ওভারের স্পেলে ১৮ রান খরচ করে তিনটি উইকেট নেন।