Litton Das: মুখ থেকে বেরল ‘উফফ’, রিঙ্কুর ইনিংস দেখে প্রতিক্রিয়া ওপার বাংলার লিটনের

KKR, IPL 2023: আইপিএলে রিঙ্কু সিংয়ের ইনিংসের ঘোর যেন কাটছেই না। ম্যাচ হয়েছে রবিবার। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন রিঙ্কু। হতবাক ক্রিকেট বিশ্ব।

Litton Das: মুখ থেকে বেরল 'উফফ', রিঙ্কুর ইনিংস দেখে প্রতিক্রিয়া ওপার বাংলার লিটনের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 2:08 PM

কলকাতা: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন রিঙ্কু সিং (Rinku Singh) ঝড় তুলেছেন, লিটন দাস তখন কলকাতাগামী বিমানে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচের দিনই আইপিএল (IPL 2023) খেলতে ভারতে এসেছেন লিটন। রাতে বিমান থেকে নেমে শুনলেন, ৩ উইকেটে জিতে গিয়েছে কেকেআর। তাঁর আগমনের দিন নাইটদের জয়ে স্বাভাবিকভাবেই খুশি ওপার বাংলার ব্যাটিং তারকা (Litton Das)। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংকে নিয়ে শুরু হয়ে গিয়েছে হইচই। বিমানে খেলা দেখতে পারেননি বলে রিঙ্কুর দাপুটে ইনিংস সম্পর্কে জানতেন না। বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশে রওনা দেওয়া গাড়িতে বসে মোবাইলে দেখলেন শেষ ওভারে রিঙ্কুর ছয়ের বন্যা। আইপিএলের ইতিহাসে এমন রান চেজ আগে দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেটেও কী এমন জয় খুব একটা দেখা যায়? শেষ ওভারের থ্রিলার জয়ে লিটনের কেমন প্রতিক্রিয়া ছিল? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

গত রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুরন্ত জয় পেয়েছে কেকেআর। শেষ ওভারে পরপর পাঁচটি ছয় হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন রিঙ্কু সিং। চলতি আইপিএলে নাইটদের দ্বিতীয় জয় এটি। তিনি কলকাতায় পা রাখার দিন নাইটদের জয়ে খুশি লিটন দাস। বাংলাদেশের তারকা ওপেনার বলেন, “নামার পর শুনলাম ম্যাচ আমরা জিতে গিয়েছি। এর থেকে ভালো অনুভূতি আর হতে পারে না। রিঙ্কু অসাধারণ খেলেছে। শেষ ম্যাচেও ও ভালো খেলেছিল। ধারাবাহিকতা আছে।” এরপর মোবাইলে ম্যাচের ওই অংশ দেখেন লিটন। আপনার কী মনে হয় এই ম্যাচ আইপিএলের সেরা ১০টি ম্যাচের মধ্যে একটি? প্রশ্নের উত্তরে লিটন বলেন, “আমারও তো তেমনই মনে হচ্ছে। এরকম তো আগে কখনও হয়নি। এক ওভারে ২৯ রান প্রয়োজন এবং পাঁচটাই ছয়। ক্রিকেটে এমন মুহূর্ত খুব বিরল। আবার কবে হবে কেউ জানে না।”

আইপিএলের নিলাম থেকে লিটন দাসকে ৫০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। কেকেআরে রহমানুল্লা গুরবাজ, জেসন রয়ের মতো বিদেশি ওপেনার রয়েছেন। ফলে নাইটদের একাদশে লিটন সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। লিটন বলেন, ‘আমি জানি না কেকেআরের হয়ে আমি খেলতে পারব কিনা। আর খেললেও যে আমি ভালো পারফর্ম করতে পারব কিনা সেটাও জানি না। তবে পুরোটাই আমার কাছে শেখার ব্যাপার।’ তিনি আরও বলেন, ‘আমার কোনও আলাদা পরিকল্পনা নেই। যদি সুযোগ পাই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। ওপেনার হিসেবে আমি বেশ আত্মবিশ্বাসী। এই দলটা বেশ আলাদা। আমি আগে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলিনি। তাই আমি সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।’