লকডাউন ছিল ‘অত্যাচার’, মন্তব্য রবি শাস্ত্রীর
লকডাউন পর্বকে 'অত্যাচার' (torturous) বলে মন্তব্য করলেন, ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
TV9 বাংলা ডিজিটাল – করোনা মহামারীর জন্য দেশে একটা দীর্ঘ সময় লকডাউন (lockdown) চলেছে। কার্যত গৃহবন্দি হয়ে থাকতে হয়েছে দেশের মানুষকে। এবার সেই লকডাউন পর্বকে ‘অত্যাচার’ (torturous) বলে মন্তব্য করলেন, ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। লকডাউন পর্ব অতীত করে আবার সাধারণ জীবনে ফিরতে শুরু করেছেন সবাই। দাপট কমছে করোনার। ভারতীয় দলও ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন – ফিটনেস টেস্টে পাস, রবিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত
বিরাট কোহিলরা আইপিএলে অংশ নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন। লকডাউন পর্বের পর, কোচ শাস্ত্রীর কাছে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। কাজে ফিরতে পেরে খুশি তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে কথা বলে শাস্ত্রীর মনে হয়েছে, ভারতের লকডাউন ছিল অত্যাচারের মত।
আরও পড়ুন – একটা গানেই বাজিমাত, গোপন কথা জানালেন সচিন
শাস্ত্রী বলছেন, ‘যাঁরা গ্রামের দিকে থাকেন, তারা অনেকটাই সাধারণ জীবন কাটাতে পেরেছেন। কিন্তু শহরের মানুষ নিজেদের বাড়ির বাইরে বেরোতে পারেননি। খেলোয়াড়রা দুমাস খেলার বাইরে থেকেছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় বিষয়টা ছিল অন্য। শহরের মানুষ লকডাউনেও রাস্তায় বেরোতে পেরেছেন, পার্ক ব্যবহার করতে পেরেছেন। কিন্তু আইপিএলের আগে আমাদের ক্রিকেটাররা মাঠে নামার অনুমতি পায়নি।’