Watch Video: ‘বস টক্সিক হ্যায়’, LSG-তে রাহুলের মতোই পরিণতি হবে পন্থের? সঞ্জীব গোয়েঙ্কার জবাব…
Sanjiv Goenka: এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে লখনউ। তারপর থেকে নেটদুনিয়ায় এক মিম ঘোরাফেরা করছে। যেখানে পন্থের কাঁধে রাহুলের হাত। আর ক্যাপশনে লেখা, '... বস টক্সিক হ্যায়।' এই মিমের কথা যখন পৌঁছেছে লখনউ মালিকের কাছে কী উত্তর দিয়েছেন তিনি?
কলকাতা: যা রটে, তার কিছুটা হলেও ঘটে… এমনটা প্রায়শই বলা হয়। ১৭তম আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন টিমের অধিনায়ক লোকেশ রাহুলকে (KL Rahul)। এরপর অবশ্য বিষয়টি নিয়ে অনেকটা সময় মুখে কুলুপ দিয়েছিলেন কেএল রাহুল। অনেকেই বলেছিলেন, রাহুল ও লখনউ মালিকের মধ্যে সব ঠিক নেই। লখনউ ছাড়ার পর পরবর্তীতে রাহুল মনের মধ্যে থাকা সব ক্ষোভ প্রকাশ করে দেন। তাঁর কথা থেকে পরিষ্কার হয় লখনউতে তিনি স্বাধীনতা পাননি। তেমন টিমে খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন। এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে লখনউ। তারপর থেকে নেটদুনিয়ায় এক মিম ঘোরাফেরা করছে। যেখানে পন্থের কাঁধে রাহুলের হাত। আর ক্যাপশনে লেখা, ‘… বস টক্সিক হ্যায়।’ এই মিমের কথা যখন পৌঁছেছে লখনউ মালিকের কাছে কী উত্তর দিয়েছেন তিনি?
লখনউ সুপার জায়ান্টসে কি লোকেশ রাহুলের মতোই পরিণতি হবে ঋষভ পন্থের?
এক্সে রাহুল-পন্থের ছবি শেয়ার করে একজন লেখেন, ‘দেখো ভাই, কোম্পানি ভালোই, বেতনও ভালো দেয়, কিন্তু বস খুবই টক্সিক।’ অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘দেখো ভাই কোম্পানি স্টার্টআপ, এই জন্য বেশি টাকা দিচ্ছে। কিন্তু ম্যানেজার টক্সিক।’
Dekh Bhai, company achi hai, pay acha hai, par boss bohot toxic hai pic.twitter.com/qgVvoi71Fm
— Sagar (@sagarcasm) November 24, 2024
Dekh bhai, company startup hai, isliye jyada paise de rahi hai. Lekin manager toxic hai. pic.twitter.com/hx3VBHdYgI
— Rahul Singh Suryawanshi (@rssuryawanshi1) November 24, 2024
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে শোনা যায়, ‘ওই মিম আমি দেখিনি। তবে এটা বলতে পারি, বস লাভিং, কেয়ারিং আর টাফ। যখন ভালোবাসার প্রয়োজন তখন ভালোবাসা দেয় বস। যখন যত্নর প্রয়োজন হয়, তখন যত্ন করে বস। আর যখন একটু বকাঝকার প্রয়োজন হয়, তখন সেটাও করে বস।’
Sanjiv Goenka on Meme 😂😂❤️ “Pay acha hai but Tough boss hai”
🎥 – Times Now#CricketTwitter #IPL #RishabhPant pic.twitter.com/Ez8blnT5LQ
— Riseup Pant (@riseup_pant17) November 26, 2024
এই মিম দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। সঞ্জীব গোয়েঙ্কার দাদা হর্ষ গোয়েঙ্কা ওই পোস্টটি মেনশন করে রিপ্লাইয়ে একটি ভাবনার ইমোজি দিয়েছেন। এ বার দেখার পঁচিশের আইপিএলে এই ‘টক্সিক’ ট্যাগ সঞ্জীব গোয়েঙ্কা মুছে ফেলতে পারেন কিনা।