জাদেজার কনকাসন সাবস্টিটিউট নিয়ে প্রশ্ন, আবার বিতর্কে মঞ্জরেকর
আবার বিতর্কে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচে (India vs Australia t20) জাদেজার (Jadeja) কনকাসন সাবস্টিটিউট আইসিসি'র নিয়ম মেন হয়নি। এমনটাই বলছেন সঞ্জয়। যদিও প্রথম ম্যাচে জাদেজার কনকাসন নিয়ে ওঠা প্রশ্নকে পাত্তা দিতেই নারাজ প্রাকন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।
TV9 বাংলা ডিজিটাল – আবার বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) । আবার সঞ্জয়ের নিশানায় জাদেজা (Jadeja)। একই সঙ্গে প্রাক্তনের তোপ, ভারতীয় দলের ফিজিওকে। জাদেজার কনকাসন সাবস্টিটিউট (concussion substitute) পুরোটা নিময় মেনে হয়নি। এমনটাই বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ শেষ হওয়ার পর এক টিভি চ্যানেলে এই মন্তব্য করেন সঞ্জয়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথাকে সমর্থন করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, টম মুডি।
ALERT ?: Ravindra Jadeja ruled out, Shardul Thakur added to #TeamIndia squad for T20I series against Australia #AUSvIND
More details here ?https://t.co/MBw2gjArqU pic.twitter.com/E3a3PkC1UF
— BCCI (@BCCI) December 4, 2020
ম্যাচ শেষে সঞ্জয় বলছেন, ‘ম্যাচ রেফারি নিশ্চই দেখেছেন,জাদেজার চোট লাগার পর ভারতীয় দলের ফিজিও নিতীন প্যাটেল মাঠে আসেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি আবার ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী চোট লাগার পর ফিজিও, সংশ্লিষ্ট ক্রিকেটারকে তাঁর চোট সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন করবেন। কিন্তু সেটা হয়েছে বলে মনে হয় না। আমার জাদেজাকে নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু আইসিসির নিয়ম নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ম্যাচ রেফারির কাছে হয়তো জাদেজার পরিবর্তে অন্য ক্রিকেটারকে ব্যবহার করার অনুমতি দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।’
আরও পড়ুন – মালদ্বীপে ফুরফুরে মেজাজে ‘গম্ভীর’ ফ্যামিলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টি-২০ ম্যাচে মাঠে নামা হচ্ছে না জাদেজার। তাঁর চোটের অবস্থার ওপর নজর রাখছেন ভারতীয় দলের ডাক্তাররা। কনকাসন সাবস্টিটিউটের নিময়ে বলা হয়েছে, যে ক্রিকেটার কনকাসন নিয়মে বাইরে যাচ্ছেন, তিনি সাত দিন আগে আর মাঠে নামতে পারবেন না। আগামী সাত দিনের মধ্যেই শেষ হয়ে যাবে টি-২০ সিরিজ। তাই জাদেজার বদলে শার্দুল ঠাকুরকে ভারতীয় টি-২০ দলে নেওয়া হয়েছে।
ক্রিকেট মহলের একটা অংশের মতে জাদেজার কনকাসন সাব কোনও ভাবেই চাহাল হতে পারেন না। কারণ তিনি একজন বোলার আর জাদেজা অলরাউন্ডার। কিন্তু তাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। সানি বলছেন, একজন বোলার যখন ব্যাট হাতে মাঠে নামে তখন সে ব্যাটনম্যানের ভূমিকাতেই থাকে। সেই দিক থেকে দেখলে সব বোলারই অলরাউন্ডার। আর জাদেজা স্পিন বোলার, চাহালও তাই। তাই জাদেজার বদলি হিসেব কেন চাহালকে খেলানো হবে সেটা নিয়ে প্রশ্ন তোলার মানেই হয়না। মত সুনীলের।