Manoj Tiwary : পাঁচদিনেই মত বদল! অবসর ভেঙে ফিরছেন মনোজ
মনোজের অবসর ঘোষণার পরই তাঁকে বোঝানোর চেষ্টা করেন সিএবি কর্তারা। এই মুহূর্তে মনোজ আর অনুষ্টুপ দুই সিনিয়র ক্রিকেটার ছাড়া বঙ্গ ক্রিকেটে ভরসাদায়ক তেমন কোনও ব্যাটার নেই।
কলকাতা : মাত্র পাঁচদিনেই সিদ্ধান্ত বদল! অবসর ভেঙে ফিরতে চলেছেন বাংলার গতবারের অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। গত বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই অবসরের (Retirement) কথা জানান সিনিয়র ক্রিকেটার। দীর্ঘ কেরিয়ারে দেশের হয়ে ও বাংলার হয়ে যথেষ্ট সফল কেরিয়ারের জন্য সোশ্যাল মিডিয়াতে তাঁকে শুভেচ্ছাও জানান অনেকে। পাঁচ দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল করে ফেললেন মনোজ। বাংলা ক্রিকেটের স্বার্থেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মন্ত্রীমশাই। গত বারও মনোজের ক্যাপ্টেন্সিতে রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বাংলা। তবে কাপ আর ঠোঁটের দূরত্ব থেকেই যায়। চার বার রঞ্জির ফাইনাল খেলেও ট্রফি জয়ের স্বাদ পাননি বঙ্গ ক্রিকেটার। শোনা যাচ্ছে, কিছুটা অভিমান নিয়েই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। মঙ্গলবার সিদ্ধান্ত বদলালেন তিনি। আজ বিকেলেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন মনোজ তিওয়ারি। বিস্তারিত তুলে ধরল TV9 Bangla Sports।
মনোজের অবসর ঘোষণার পরই তাঁকে বোঝানোর চেষ্টা চালাচ্ছিলেন সিএবি কর্তারা। তাঁর মতো সিনিয়রকে টিমের দরকার। এই মুহূর্তে মনোজ আর অনুষ্টুপ— দুই সিনিয়র ক্রিকেটার ছাড়া বঙ্গ ক্রিকেটে ভরসা দেওয়ার মতো তেমন কোনও ব্যাটার নেই। গত রঞ্জিতেও ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন এই দুই সিনিয়র। এই মুহূর্তে মনোজের শূন্যতা পূরণ করাও বেশ কঠিন। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাও দায়িত্বের সঙ্গে পালন করছেন তিনি। তাই রঞ্জি ট্রফির কথা ভেবেই তাঁকে বোঝানোর চেষ্টায় নামেন সিএবি কর্তারা। সব দিক ভেবেই মত বদল করার সিদ্ধান্ত নেন মনোজ তিওয়ারি।
জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি করার পরও ব্রাত্য থেকেছেন। আইপিএলেও সাফল্য পেয়েছেন মনোজ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল জয়ের স্বাদও পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও মনোজের রেকর্ড ঈর্ষণীয়। এত কিছুর পরও জাতীয় দলের আর ফেরা হয়নি তাঁর। সেই আক্ষেপ এখনও রয়ে গিয়েছে মনোজের। মন্ত্রীত্ব সামলানোর পাশাপাশি গত বছর বাংলাকে রঞ্জিতে নেতৃত্ব দেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বঙ্গ অধিনায়কের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। তবে মনোজের মত বদল করার সিদ্ধান্তে বঙ্গ ক্রিকেটে যে কিছুটা স্বস্তি ফিরল, তা বলাই যায়।