ODI Cricket: ওয়ান ডে ক্রিকেট কমতে চলেছে! এমনই ভাবনা সৌরভদের কমিটির

One Day Format Future: ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা তৈরি হলে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বেশি সুযোগ পেলে ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নাও নিতে পারেন, এমনটাও মনে করা হচ্ছে।

ODI Cricket: ওয়ান ডে ক্রিকেট কমতে চলেছে! এমনই ভাবনা সৌরভদের কমিটির
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 9:03 PM

ওয়ান ডে ক্রিকেট জৌলুস হারাচ্ছে! অনেকাংশে মনে হতেই পারে। আর সে কারণেই ওয়ান ডে ক্রিকেট নিয়ে তাৎপর্যপূর্ণ পরামর্শ এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির। এ বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। পরবর্তী বিশ্বকাপ ২০২৭ সালে। তারপর থেকেই এই সিদ্ধান্ত হতে পারে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ান ডে ক্রিকেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত হতে পারে। বুধবার ডারবানে আইসিসির বৈঠক রয়েছে। এই মিটিংয়ে ২০২৮ সালের পর থেকে ফিউচার টুর প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে। তার আগেই এমসিসির ক্রিকেট কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ওয়ান ডে ক্রিকেট কমানোর। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে পুরুষদের দ্বিপাক্ষিক সিরিজে কমতে চলেছে ওয়ান ডে ক্রিকেট। বিশ্বকাপের আগে এক বছর কয়েকটা সিরিজ রাখা হতে পারে।

এমসিসি ক্রিকেট কমিটির প্রধান মাইক গ্যাটিং। কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ইয়ন মর্গ্যান, ঝুলন গোস্বামীর মতো প্রাক্তন ক্রিকেটাররা। অ্যাসেজ সিরিজে লর্ডস টেস্টের মাঝেই সভায় বসেছিল এই কমিটি। সেখানেই ওয়ান ডে ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। কমিটি নানা পরামর্শ দিয়েছে। আইসিসির মিটিংয়ে এই পরামর্শ নিয়ে আলোচনা হতে পারে।

মাইক গ্যাটিংয়ের কমিটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওডিআই ক্রিকেট কমলে তার মানও বাড়বে। দ্বিপাক্ষিক সিরিজে ওডিআই ক্রিকেট সরিয়ে দেওয়া যেতে পারে। তবে ওয়ান ডে বিশ্বকাপের এক বছর আগে থেকে সিরিজ হতে পারে। এর ফলে ক্রিকেট ক্যালেন্ডারে অনেক জায়গাও তৈরি হবে। সেটা খুবই কাজে লাগবে।’

অনেক ক্রিকেটারই তড়িঘড়ি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাচ্ছেন। তবে ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা তৈরি হলে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বেশি সুযোগ পেলে ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নাও নিতে পারেন, এমনটাও মনে করা হচ্ছে।