ICC ODI World Cup 2023: আফগানদের কাছে হারের পর, মিকি আর্থারকে মজার ছলে বিঁধলেন ইংলিশ তারকা
Michael Vaughan: ভারতের বিরুদ্ধে ৭-০-এর রেকর্ড ভাঙতে এসে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল পাকিস্তানকে। ১৯১ রানে অলআউট পাকিস্তান। ১৯২ রান তাড়া করতে নেমে পাকিস্তানকে হেলায় হারিয়েছে রোহিত-বিরাটরা। এরপর ক্ষোভে ফেটে পড়েন পাক কর্তা মিকি আর্থার। ভারত-পাক ম্য়াচে স্টেডিয়ামের পরিবেশ দেখে তাঁর মনে হয়েছে এটা আইসিসির ইভেন্ট নয়, বরং কোনও দ্বিপাক্ষিক সিরিজ।
চেন্নাই: ভারতের কাছে ৭ উইকেটে হারের জ্বালা এখনও দগদগে। সেই ব্যথা সঙ্গে করেই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছিলেন বাবর আজমরা। তবে এ বারও ভাগ্য সঙ্গ দিল না! পড়শি আফগানিস্তানের কাছে হারতে হল পাকিস্তানকে। এরপরই পাকিস্তানের (Pakistan) ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থারকে (Mickey Arthur) মজার ছলে বিঁধতে ছাড়লেন না ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন (Michael Vaughan)। কী বললেন ভন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের বিরুদ্ধে ৭-০-এর রেকর্ড ভাঙতে এসে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল পাকিস্তানকে। ১৯১ রানে অলআউট পাকিস্তান। ১৯২ রান তাড়া করতে নেমে পাকিস্তানকে হেলায় হারিয়েছে রোহিত-বিরাটরা। এরপর ক্ষোভে ফেটে পড়েন পাক কর্তা মিকি আর্থার। ভারত-পাক ম্য়াচে স্টেডিয়ামের পরিবেশ দেখে তাঁর মনে হয়েছে এটা আইসিসির ইভেন্ট নয়, বরং কোনও দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসিকে এই জন্য কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েননি মিকি। ভারত-পাক ম্যাচে ‘দিল দিল পাকিস্তান’ গান কেন চালানো হয়নি সেই নিয়েও প্রশ্ন তোলেন মিকি। এরপর সোমবারের ম্যাচে আফগানিস্তানের কাছে হারতেই পাকিস্তানকে বিঁধতে দেরী করেননি মাইকেল ভন। সামাজ মাধ্যম X-এ তিনি লেখেন, “আমার মনে হয় চেন্নাইয়ে আজ দিল দিল পাকিস্তান চালানো হয়নি।”
বোঝাই যাচ্ছে এই পোস্টের মাধ্যমে মিকিকেই মজার ছলে বিঁধেছেন তিনি। যদিও আফগানদের কাছে হেরে পাক অধিনায়ক বাবর আজমের মুখে নিজেদের ব্যর্থতার কথাই শোনা গিয়েছে। বোলিংয়ে জোর দিকে হবে বলে মনে করছেন বাবর। যে পাকিস্তানকে পেস বোলিংয়ের রাজা হিসেবে চেনে ক্রিকেট বিশ্ব, সেই দলকেই বোলিং নিয়ে ভাবতে হচ্ছে? প্রশ্ন তুলছেন কেউ-কেউ।