Mankading: ‘মানকাড’ রুখতে অভিনব প্রস্তাব অস্ট্রেলিয়ান পেসার স্টার্কের

Mitchell Starc: মানকাডিংয়ের সমস্যার সমাধানে উপায় বাতলেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। তিনি জানিয়েছেন, কোনও ব্যাটার বল হওয়ার আগেই নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে গেলে রান কেটে নেওয়া হোক।

Mankading: ‘মানকাড’ রুখতে অভিনব প্রস্তাব অস্ট্রেলিয়ান পেসার স্টার্কের
মিকেল স্টার্ক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 2:57 PM

মেলবোর্ন: ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ থেকেই ক্রিকেট দুনিয়ায় আলোচনায় উঠে এসেছে ‘মানকাডিং’। ক্রিকেট ম্যাচে আউটের এই ধরন নিয়ে নানা মুনির নানা মত। ক্রিকেটে নিয়মে এই আউট বৈধ হলেও অনেকেই এর বিলুপ্তির পক্ষে সওয়াল করে থাকেন। বোলার বল করার আগেই নন স্ট্রাইকার এন্ড থেকে ব্যাটারের বেরিয়ে যাওয়া রুখতেই এই আউটের ব্যবহার। এই পদ্ধতিতে আউট না করেও নন স্ট্রাইকার এন্ড থেকে ব্যাটসম্যানের বেরিয়ে আগে ভাগে বেরিয়ে যাওয়ার সমস্য়ার সমাধানে অভিনব উপায়ের প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিকেল স্টার্ক। তাই তুলে ধরল TV9 Bangla।

টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্যানবেরায় মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু স্টার্ক তাঁকে আউট না করে সতর্ক করেন। এর পর সংবাদমাধ্যমকে মানকাডিং নিয়ে জানিয়েছেন স্টার্ক।

মানকাডিং কী?

বোলার বল ডেলিভারি করার সময় অনেক ব্যাটারই নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে রান নেওয়ার জন্য এগিয়ে যান। কিন্তু বোলারের হাত থেকে বল রিলিজ না হওয়া পর্যন্ত ক্রিজ ছেড়ে বেরনোয় নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেট আইনে। নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে গেলে বোলার যদি উইকেটে বল ঠেকান, তা হলে আউট হয়ে যান নন স্ট্রাইকার এন্ডে থাকা ব্যাটার। এই আউটের নামই মানকাডিং। সাধারণত নন স্ট্রাইকার এন্ড থেকে ব্যাটসম্যানের বেরিয়ে যাওয়া রুখতেই এই নিময়।

স্টার্কের প্রস্তাব

মানকাডিংয়ের সমস্যার সমাধানে উপায় বাতলেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। তিনি জানিয়েছেন, কোনও ব্যাটার বল হওয়ার আগেই নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে গেলে রান কেটে নেওয়া হোক। এ ভাবে বেশ কয়েক বার রান কাটা গেলেই ব্যাটারের টনক নড়বে বলে মনে করেন তিনি। কী ভাবে তা করা যেতে পারে তা নিয়েও জানিয়েছেন স্টার্ক।

এ নিয়ে স্টার্ক বলেছেন, “যত বার ব্যাটার বোলারের বল ছাড়ার আগে ক্রিজ থেকে বেরিয়ে যাবে, তত বার রান কেটে নিয়ে হবে। টি২০ ক্রিকেটে ১,২ বা ৩ রান ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। যখন দেখা যাবে ব্যাটারের ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ার কারণে দলের ২০ রান কমে গিয়েছে, তখন নিজে থেকেই সবাই শুধরে যাবে।” তিনি নিজেও জীবনে অনেক বার ব্যাটারদের এ ব্যাপারে সতর্ক করেছেন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সি এই বোলার। এ ব্যাপারে তিনি বলেছেন, “এক দিনের আন্তর্জাতিক ম্যাচে আমি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানকে ৭ বার সতর্ক করেছিলাম। প্রস্তুতি ম্যাচে জস বাটলারকে বলেছি, মানকাডিং আউট আমি করিনি বলে যা খুশি করবে। তুমি বার বার ক্রিজ থেকে বেরিয়ে যাচ্ছ।”

রান কমানোর বিষয়টি নির্ণয় করা জন্য স্টার্ক বলেছেন, “নো বলের ব্যাপারে ক্যামেরা সব সময় নজর রাখে। সেই ক্যামেরা দিয়েই নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে যাওয়ার ব্য়াপারে নজর রাখা যেতে পারে। যত বার বেরিয়ে যাবেন ব্যাটার, তত বার রান কমিয়ে দিতে হবে।”