MS Dhoni: ধোনি নামলেন, আউটও হয়ে গেলেন! গর্জন থমকে গেল ‘গোল্ডেন ডাক’-এ
Punjab Kings vs Chennai Super Kings: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। ধরমশালায় মরসুমের প্রথম হোম ম্যাচ খেলছে পঞ্জাব। ফলে পরিস্থিতি বুঝে নেওয়ার লক্ষ্যেই রান তাড়ার সিদ্ধান্ত। চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ের হাল বেহাল করেন লেগ স্পিনার রাহুল চাহার। শুরুতে অর্শদীপ সিং ফেরান অজিঙ্ক রাহানেকে। অষ্টম ওভারে ঋতুরাজ ও শিবম দুবেকে পরপর দু-বলে ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেন চাহার। ড্য়ারেল মিচেল ১৯ বলে ৩০ রান করেন।
ভিউয়ারশিপ হোক বা গ্যালারির গর্জন। একটা মুহূর্তের জন্য অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা। কথা হচ্ছে, চেন্নাই সুপার কিংসের ম্যাচ নিয়ে। কখন মহেন্দ্র সিং ধোনি মাঠে নামবেন…। তিনি ড্রেসিংরুমে থাকার সময়ও ক্যামেরা ধরলে স্টেডিয়ামের গর্জনে কানপাতা দায় হয়ে যায়। ধোনি ব্যাট হাতে মাঠে নামার সময় শব্দ দূষণ তৈরি হয়। ধরমশালায় একই পরিস্থিতি। চেন্নাই সুপার কিংসের পরপর উইকেট পড়ায়, ধোনির নামা যেন সময়ের অপেক্ষা ছিল। ধোনি নামলেন, আউটও হয়ে গেলেন। শেষ অবধি রবীন্দ্র জাডেজার অনবদ্য ইনিংসে ভর করেই পঞ্জাব কিংসকে ১৬৮ রানের টার্গেট দিল চেন্নাই সুপার কিংস।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। ধরমশালায় মরসুমের প্রথম হোম ম্যাচ খেলছে পঞ্জাব। ফলে পরিস্থিতি বুঝে নেওয়ার লক্ষ্যেই রান তাড়ার সিদ্ধান্ত। চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ের হাল বেহাল করেন লেগ স্পিনার রাহুল চাহার। শুরুতে অর্শদীপ সিং ফেরান অজিঙ্ক রাহানেকে। অষ্টম ওভারে ঋতুরাজ ও শিবম দুবেকে পরপর দু-বলে ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেন চাহার। ড্যারেল মিচেল ১৯ বলে ৩০ রান করেন।
Deceived 🤯
Reactions says it all as MS Dhoni departs to a brilliant slower one from Harshal Patel 👏
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #PBKSvCSK | @PunjabKingsIPL pic.twitter.com/gYE5TqnqaY
— IndianPremierLeague (@IPL) May 5, 2024
চেন্নাই ইনিংসকে ভরসা দেন রবীন্দ্র জাডেজা। তবে অপেক্ষা ছিল মহেন্দ্র সিং ধোনির। ১৮.৪ ওভারে শার্দূল ঠাকুর ফিরতেই ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনির। স্বাভাবিক ভাবেই মাঠের গর্জন বাড়তে থাকে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। প্রথম বলেই তাঁকে বোল্ড করেন হর্ষল প্যাটেল। এ মরসুমে টানা আট ইনিংস অপরাজিত ছিলেন ধোনি। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে রান আউট হন। সেটিই এ মরসুমে প্রথম আউট। এদিন সেই পঞ্জাবের বিরুদ্ধেই গোল্ডেন ডাক। রবীন্দ্র জাডেজার ২৬ বলে ৪৩ রানের সৌজন্যে ১৬৭ অবধি পৌঁছয় চেন্নাই সুপার কিংস।